'আমাকে কি নক্সালদের মত দেখতে?' মোদীর মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন কেজরিওয়ালের

দিল্লি দখলের দিনক্ষণের সরকারী ঘোষণার আগে থেকেই ব্যালট বক্সের লড়াইয়ের জন্য বাক যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'নক্সাল'  মন্তব্যের বিরুদ্ধে এবার মুখ খুললেন অরবিন্দ কেজরিওয়াল। একটি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আপ সুপ্রিমো বললেন ''আমাকে কি নক্সালদের মত দেখতে? এই ধরণের মন্তব্য অত্যন্ত আপত্তিকর। আমি ওনাদের অনুরোধ করছি এই সব মন্তব্য ছেড়ে মূল বিষয়ের উপর মনোনিবেশ করতে।''

Updated By: Jan 15, 2015, 02:00 PM IST
   'আমাকে কি নক্সালদের মত দেখতে?' মোদীর মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন কেজরিওয়ালের

নয়া দিল্লি: দিল্লি দখলের দিনক্ষণের সরকারী ঘোষণার আগে থেকেই ব্যালট বক্সের লড়াইয়ের জন্য বাক যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'নক্সাল'  মন্তব্যের বিরুদ্ধে এবার মুখ খুললেন অরবিন্দ কেজরিওয়াল। একটি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আপ সুপ্রিমো বললেন ''আমাকে কি নক্সালদের মত দেখতে? এই ধরণের মন্তব্য অত্যন্ত আপত্তিকর। আমি ওনাদের অনুরোধ করছি এই সব মন্তব্য ছেড়ে মূল বিষয়ের উপর মনোনিবেশ করতে।''

গত সপ্তাহের শনিবার দিল্লিতে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেজরিওয়ালের নাম না করে বলেছিলেন ''অ্যানারকিস্টদের দিল্লিতে কোনও স্থান নেই। স্বঘোষিত অ্যানারকিস্টদের উচিৎ জঙ্গলে গিয়ে নক্সালদের সঙ্গে যোগ দেওয়া।''

তবে, কেজরিওয়াল স্বীকার করে নিয়েছেন দিল্লিতে বিজেপির সঙ্গেই তাঁর দলের মূল লড়াই। সেখানে কংগ্রেসের জেতার বিন্দুমাত্র সম্ভাবনা নেই বলেই মত তাঁর। কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট না করার আবেদন জানিয়েছেন তিনি দিল্লিবাসীর কাছে।

আপ প্রধান আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে আপ ৪৫-৫০টি আসন পাবে। ২০১৩ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে প্রথম্বার প্রতিদ্বন্ধীতা করে সবাইকে চমকে দিয়ে ২৮টি আসন পায় আপ। বহু হিসাব নিকাশ, বহু জল্পনার পর বাইরে থেকে কংগ্রেসের সমর্থনে সরকারও গঠন করে আম আদমি পার্টি। যদিও সেই সরকারের আয়ু ছিল মাত্র ৪৯দিন।

সাক্ষাৎকারটিতে আপ প্রধান জানিয়েছেন ''গত বছর নতুন দল হিসেবে কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল আমাদের। আমরাও ময়দানে লড়াইয়ে আছি এটা বোঝাতেই অনেকটা সময় চলে গিয়েছিল। সাধারণ মানুষের আমাদের নিয়ে সন্দেহ ছিল। এই বছর মানুষ পরিষ্কার জানে লড়াইয়ে রয়েছে দু'টি পার্টি।''

কেজরিওয়ালের অভিযোগ কেন্দ্রে ৭ মাস ক্ষমতায় থেকেও দিল্লির জন্য কিছুই করেনি বিজেপি। তাঁর দাবি ৪৯দিনে আপ সরকার অনেক বেশি উন্নয়ন করেছিল।

হরিয়াণা ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে কেজরিওয়াল বলেছেন ''ওই রাজ্য গুলিতে বিজেপিকে ভোট দেওয়া ছাড়া মানুষের কাছে আর কোনও বিকল্প ছিল না। কিন্তু। দিল্লিতে আম আদমি পার্টি আছে। দিল্লির সাধারণ মানুষ আমাদের ক্ষমা প্রার্থনা স্বীকার করে নিয়েছেন।''

 

 

.