৯৩ মুম্বই বিস্ফোরণ: আত্মসমর্পণ করলেন না জাবিউন্নিসা কাজি
নির্ধারিত সময়ের মধ্যে আত্মসর্পন করতে ব্যার্থ হলেন `৯৩-র মুম্বই বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত জাবিউন্নিসা কাজি। শুক্রবারই কাজির বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করে টাডা আদালত। আজ পর্যন্ত তাঁকে আত্মসমর্পণের সময় দেওয়া হয়েছিল। কিন্তু ধরা দেননি জাবিউন্নিসা।
নির্ধারিত সময়ের মধ্যে আত্মসর্পন করতে ব্যার্থ হলেন `৯৩-র মুম্বই বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত জাবিউন্নিসা কাজি। শুক্রবারই কাজির বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করে টাডা আদালত। আজ পর্যন্ত তাঁকে আত্মসমর্পণের সময় দেওয়া হয়েছিল। কিন্তু ধরা দেননি জাবিউন্নিসা।
৭০ বছরের জবিউন্নিসা কাজিকে গত মাসেই চার সপ্তাহের সময় দেওয়া হয় তাঁর চিকিৎসার স্বার্থে। দীর্ঘদিন ধরে কিডনির ক্যান্সারে ভুগছিলেন তিনি। এর আগে তাঁর মুক্তির আবেদন খারিজ হয়ে যায় শীর্ষ আদালতে।
মুম্বই বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত অভিনেতা সঞ্জয় দত্ত গতকালই টাডা আদালতে আত্মসমর্পণ করেছেন।