দুর্নীতিগ্রস্ত রেড্ডি ভাইদের টিকিট দিয়েছেন শাহ, বেফাঁস ইয়েদুরাপ্পা

'রেড্ডি ভাইদের টিকিট দেওয়ার মধ্যে নেতিবাচক ব্যাপার নেই,' বললেন ইয়েদুরাপ্পা। 

Updated By: May 2, 2018, 10:16 PM IST
দুর্নীতিগ্রস্ত রেড্ডি ভাইদের টিকিট দিয়েছেন শাহ, বেফাঁস ইয়েদুরাপ্পা

নিজস্ব প্রতিবেদন: রেড্ডি ভাইদের বিধানসভা ভোটে প্রার্থী করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা। তাঁর কথায়, ''রেড্ডি ভাইদের টিকিট দেওয়ায় নেতিবাচক কিছু নেই।''        '

ইয়েদুরাপ্পা বলেন,''রেড্ডি ভাইদের টিকিট দেওয়ার মধ্যে নেতিবাচক ব্যাপার নেই। তাঁদের প্রার্থী করায় অনুমোদন দিয়েছেন অমিত শাহ। তবে জনার্দন রেড্ডিকে টিকিট দেওয়া হয়নি। তাঁরা কাজ করলে দলের ফায়দা হবে। সেটাই মনে করেন পার্টি নেতৃত্ব।'' এরপরই কংগ্রেস দাবি করেছে, মুখেই আসলে দুর্নীতির বিরোধিতা করেন মোদী-শাহ। সেটা ইয়েদুরাপ্পার মন্তব্যেই স্পষ্ট হল।           

খনি দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন বল্লারির রেড্ডি ভাইরা। দুর্নীতিতে অভিযুক্ত দুই ভাইকে টিকিট দিয়েছে বিজেপি। বল্লারিতে প্রার্থী হয়েছেন সোমশেখর রেড্ডি এবং হারাপ্পানহাল্লিতে জি করুণাকর রেড্ডি। আদালতের শর্তে বল্লারিতে ঢুকতে পারেন না জনার্দন রেড্ডি। তবে ভাইদের জেতাতে তিনি প্রচার করছেন বলে খবর। যদিও তা অস্বীকার করেছে বিজেপি। তারা স্পষ্ট করেছে, জনার্দনের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। কংগ্রেসের অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন মোদী। অথচ তাঁর দলই দুর্নীতিগ্রস্তদের প্রার্থী করেছে। উল্লেখ্য, ২০০৮ সালে কর্ণাটকে প্রথমবার বিজেপি সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রেড্ডি ভাইরা। 

আরও পড়ুন- ইপিএফও-র ওয়েবসাইট থেকে সদস্যদের আধার তথ্য ফাঁস, অভিযোগ ওড়াল সংস্থা

.