কংগ্রেসের জোট-প্রস্তাব মেনে নিয়েছে জেডিএস: আজাদ
গেরুয়া শিবিরকে ঠেকাতে জেডিএসকে সমর্থন কংগ্রেসের।
নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসের জোটের প্রস্তাব মেনে নিয়েছে জেডিএস। সে কথা স্পষ্ট করলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। তিনি বলেন, ''দেবগৌড়ার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। উনি আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। আশা করছি, আমরা একসঙ্গে সরকার গঠন করব।'' বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবে জেডিএস-কংগ্রেস।
We had a telephonic conversation with Deve Gowda ji & Kumaraswamy. They have accepted our offer. Hopefully, we will be together: Ghulam Nabi Azad, Congress. #KarnatakaElections2018 pic.twitter.com/OemBerpX7r
— ANI (@ANI) May 15, 2018
CM Siddaramaiah to meet the Governor of Karnataka at 4 pm today. #KarnatakaElections2018 pic.twitter.com/euKZ0nMLO0
— ANI (@ANI) May 15, 2018
কর্ণাটকে ভোটগ্রহণ হয়েছিল ২২২টি আসনে। জাদু সংখ্যা ১১২। কিন্তু তার আগেই থমকে গিয়েছে বিজেপি। বৃহত্তম দল হলেও বিজেপির কাছে প্রয়োজনীয় সংখ্যা নেই। আর সেই সুযোগের ফায়দা তুলে কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছে কংগ্রেস। তারা লিখিত সমর্থনপত্র দিতেও রাজি। সূত্রের খবর, কংগ্রেসের প্রস্তাব নিয়ে দেবগৌড়া ও কুমারস্বামীর মধ্যে বৈঠক চলছে। কংগ্রেস নেতা কেসি ভেনুগোপালের দাবি, বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করে জোট সরকার গঠনের দাবি জানাবে কংগ্রেস ও জেডিএস।
কংগ্রেস নেতা পরমশ্বের বলেন, ''জনাদেশ মাথা পেতে মেনে নিচ্ছি।আমাদের কাছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা নেই। জেডিএসকে সমর্থন দিয়েছে কংগ্রেস।''
We accept the mandate of the people. We bow our heads to the verdict. We don’t have numbers to form govt. The Congress has offered to support JD(S) to form govt: G. Parameshwara, Congress. #KarnatakaElections2018 pic.twitter.com/C4Hn3rtYGl
— ANI (@ANI) May 15, 2018
এর আগেও কংগ্রেস ও বিজেপির সঙ্গে ঘর করেছেন কুমারস্বামী। ত্রিশঙ্কু বিধানসভায় ফের 'কিং' হতে চলেছেন কিংমেকার দেবেগৌড়ার ছেলে। আরও পড়ুন- বিজেপির থেকে বেশি ভোট পেয়েও কর্ণাটকে ভরাডুবি কংগ্রেসের
আরও পড়ুন-বিজেপির থেকে বেশি ভোট পেয়েও কর্ণাটকে ভরাডুবি কংগ্রেসের