প্রণবের জয়ের দিনেও শাসক জোটকে কটাক্ষ কারাটের

রাইসিনা হিলসে বাঙালি রাষ্ট্রপতিকে আগেই সমর্থন জানিয়েছিল সিপিআইএম। ঘোষিত ভাবে তৃণমূলের অপছন্দের প্রার্থী প্রণব মুখোপাধ্যায়ের প্রতি এই সমর্থনের ফলে কী বদলেছে রাজ্যের শাসক জোটের সমীকরণ? সেই টানা পোড়েনের দিকেই রবিবার আঙুল তুলেছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক।

Updated By: Jul 22, 2012, 10:38 PM IST

রাইসিনা হিলসে বাঙালি রাষ্ট্রপতিকে আগেই সমর্থন জানিয়েছিল সিপিআইএম। ঘোষিত ভাবে তৃণমূলের অপছন্দের প্রার্থী প্রণব মুখোপাধ্যায়ের প্রতি এই সমর্থনের ফলে কী বদলেছে রাজ্যের শাসক জোটের সমীকরণ? সেই টানা পোড়েনের দিকেই রবিবার আঙুল তুলেছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক।
সিপিআইএম এবং ফরওয়ার্ড ব্লক আগেই জানিয়েছিল রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের কথা। বিরোধী বাম এবং এনডিএর কয়েকি দল প্রণববাবুকে সমর্থন জানালেও শেষমুহূর্ত পর্যন্ত এই ইস্যুতে টানাপোড়েন চলেছে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। তৃণমূল আদৌ ইউপিএর প্রার্থীকে সমর্থন করবে কিনা এ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, সে সময়েই আচমকা ইউ টার্ন নেয় তৃণমূল কংগ্রেস। একেবারে শেষবেলায় জানিয়ে দেয় ইউপিএর প্রার্থীকে সমর্থনের কথা। তৃণমূলের অনেক আগেই প্রণববাবুকে বিরোধী বামেদের সমর্থন রাজ্যের শাসকজোটের দুই শরিকের টানাপোড়েনে বাড়তি মাত্রা যোগ করেছিল। বামেদের সমর্থনের সিদ্ধান্ত কিভাবে প্রভাব ফেলেছে পশ্চিমবঙ্গের শাসক জোটের উপর?
এই প্রশ্নে সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট রাজ্যে দুই শরিকের সম্পর্কের অবনতির দিকেই ইঙ্গিত করেছেন। শেষপর্যন্ত রাইসিনার দৌড়ে থাকা বাঙালি প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করলেও প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিজের ক্ষোভের কথা চেপে রাখেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যেই জানিয়েছেন জোটরাজনীতির বাধ্যবাধকতার কথা। ফলে এ নিয়ে দুই শরিকের জলঘোলা এখনই থামছে না বলে মনে করছে রাজনৈতিক মহল।

.