মহিলারা শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য জন্মেছে, মহিলাদের সমান অধিকারের দাবি ইসলাম বিরোধী, বললেন ইসলাম নেতা

মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেরালার এক মুসলিম নেতা। কোঝিকোরে মুসলিম ছাত্র ফেডারেশনের এক সভায় সুন্নি নেতা এপি আব্বোবেকার মুসলিয়ার বললেন, 'পৃথিবীতে মহিলাদের জন্ম হয়েছে শুধুমাত্র সন্তান প্রসব করার জন্য।' এমনকি এই মুসলিম নেতা বলেন, 'পুরুষ-মহিলাদের সমান অধিকার দাবি করা আসলে ইসলাম বিরোধিতার সামিল।'  

Updated By: Nov 29, 2015, 12:56 PM IST
মহিলারা শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য জন্মেছে, মহিলাদের সমান অধিকারের দাবি ইসলাম বিরোধী, বললেন ইসলাম নেতা

ওয়েব ডেস্ক: মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেরালার এক মুসলিম নেতা। কোঝিকোরে মুসলিম ছাত্র ফেডারেশনের এক সভায় সুন্নি নেতা এপি আব্বোবেকার মুসলিয়ার বললেন, 'পৃথিবীতে মহিলাদের জন্ম হয়েছে শুধুমাত্র সন্তান প্রসব করার জন্য।' এমনকি এই মুসলিম নেতা বলেন, 'পুরুষ-মহিলাদের সমান অধিকার দাবি করা আসলে ইসলাম বিরোধিতার সামিল।'  

৭৬ বছরের এই ইসলাম নেতার দাবি, ' মহিলাদের কোনও মনের জোর নেই। কঠিন সময়ে পুরুষদের আড়ালে লুকিয়ে থাকতেই তারা ভালবাসে।'

মহিলাদের ৫০ শতাংশ সংরক্ষণের বিরোধিতা করে মুসলিয়া বলেন, পুরুষদের সমান কোনওদিনই মহিলারা হতে পারবে না। তাই ওসব সংরক্ষণের কোনও প্রয়োজন নেই।''

সম্প্রতি মাদ্রাসায় যৌন হেনস্থার ঘটনাকে ইসালম বিরোধী চক্রান্ত বলেও উড়িয়ে দিয়েছেন এই  বর্ষীয়ান নেতা।

.