তিহার জেলেই দীপাবলি কাটবে কানিমোলির

সিবিআই-এর তরফে জামিন আবেদনের বিরোধিতা করা হয়নি। তবু টুজি স্পেকট্রাম কাণ্ডে ধৃত করুণা-কন্যা কানিমোলির জামিনের আবেদনে সায় দিল না পাতিয়ালা হাউসের বিশেষ সিবিআই আদালত।

Updated By: Oct 24, 2011, 09:52 AM IST

সিবিআই-এর তরফে জামিন আবেদনের বিরোধিতা করা হয়নি। তবু টুজি স্পেকট্রাম কাণ্ডে ধৃত করুণা-কন্যা কানিমোলির জামিনের আবেদনে সায় দিল না পাতিয়ালা হাউসের বিশেষ সিবিআই আদালত। সোমবার শুনানির পর বিচারক ওপি সাইনি আগামী ৩ নভেম্বর পর্যন্ত ডিএমকের রাজ্যসভা সাংসদ-সহ সাত জন অভিযুক্তের জামিনের আবেদন সংক্রান্ত রায়দান স্থগিত রেখেছে।
গত শনিবার, টুজি স্পেকট্রাম কাণ্ডে সিবিআই-এর রিপোর্ট মেনে নিয়ে কানিমোলি, প্রাক্তন মন্ত্রী এ রাজা সহ ১৪ জন ব্যক্তি ও ৩ টি সংস্থার বিরুদ্ধে চার্জ গঠন করে পাতিয়ালা হাউস কোর্ট। চার্জ গঠন করার পর তাঁরা জামিনের আবেদন করতে পারবেন বলে জানায় আদালত। এরপরই জামিনের আবেদন করেন কানিমোলি এবং অন্যরা। আজ শুনানির সময় কানিমোলির আইনজীবী আলতাফ আহমেদ বলেন, মহিলা বলেই তাঁর মক্কেলের জামিনের বিষয়টি আদালতের অগ্রাধিকার দেওয়া উচিত।
ইতিমধ্যেই সিবিআইয়ের দেওয়া চার্জের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা চিন্তা শুরু করেছেন স্পেকট্রাম কাণ্ডের ধৃতরা।

.