কন্ধমহলে সন্ন্যাসিনী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিনজনকে দোষী সব্যস্ত করল কটকের দায়রা আদালত, প্রমাণের অভাবে ছাড়া পেল বাকি ৬

২০০৮ সালে ওড়িশার কন্ধমহল জেলায় সাম্প্রদায়িক দাঙ্গার সময় এক সন্ন্যাসিনীকে ধর্ষণ করার অভিযোগে তিন অভিযুক্তকে দোষী সব্যস্ত করল কটকের একটি আদালত। বাকি ছয় অভিযুক্তকে মুক্তি দেওয়া হয়েছে।

Updated By: Mar 14, 2014, 02:46 PM IST

২০০৮ সালে ওড়িশার কন্ধমহল জেলায় সাম্প্রদায়িক দাঙ্গার সময় এক সন্ন্যাসিনীকে ধর্ষণ করার অভিযোগে তিন অভিযুক্তকে দোষী সব্যস্ত করল কটকের একটি আদালত। বাকি ছয় অভিযুক্তকে মুক্তি দেওয়া হয়েছে।

জেলা দায়রা আদালত অভিযুক্ত সন্তোষ পটনায়েককে ধর্ষণ ও গজেন্দ্র দিগল এবং সরোজ বাহদেইকে একজন মহিলার সম্মান অবমাননার দায়ে দোষী ঘোষণা করেছে।

দ্রুত অপরাধীদের শাস্তি ঘোষণা করবে আদালত।

উপযুক্ত প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে অভিযুক্ত আরও ছ`জন।

২০০৮ সালের ২৫ অগাস্ট কন্ধমহলের বালিগুড়াতে গণধর্ষণের শিকার হন ওই ক্রিশ্চান সন্ন্যাসিনী। তাঁকে মারধর করে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় প্যারেড করতে বাধ্য করা হয়। এই ঘটনার দু`দিন পর থানায় অভিযোগ

করেন নিগৃহীতা সন্ন্যাসিনী। ২৩ অগাস্ট ভিএইচপি নেতা লক্সমানন্দ সরস্বতীকে তাঁর জলেসপাতা আশ্রমে খুন করাকে কেন্দ্র করেই আদিবাসী অধ্যুষিত কন্ধমহলে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গায় প্রাণ হারিয়ে

ছিলেন ৩৮ জন।

.