পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রামেশ্বরমে শেষকৃত্য সম্পন্ন এপিজে আবদুল কালামের

রামেশ্বরমে আজ সময় থেমে গিয়েছে। কালামের পৈতৃক ভিটে মণ্ডপমে চোখের জল চেপে ঘরের ছেলের শেষ বিদায় আজ হাঁটছে গোটা রামেশ্বরম। আজ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, ‘মিসাইল ম্যান’ এপিজে আব্দুল কালামের শেষকৃত্য। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে বিদায় জানানো হবে।

Updated By: Jul 30, 2015, 01:05 PM IST
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রামেশ্বরমে শেষকৃত্য সম্পন্ন এপিজে আবদুল কালামের

কালামের শেষযাত্রায়... (ভিডিও)

ওয়েব ডেস্ক: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রামেশ্বরমে শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের।  তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। হাজির হয়েছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী সহ বিভিন্ন জগতের বিশিষ্টজনেরা। প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানাতে রামেশ্বরমে ভিড় করেছিলেন প্রায় লাখখানেক মানুষ।  

অন্ত্যেষ্টি ক্রিয়া শুরুর আগে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় মসজিদে। সেখানে নমাজ পাঠের পর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় সমাধিস্থলে। ১৯৩১-এর ১৫ অক্টোবরে এই রামেশ্বরমেই জন্মেছিলেন ভারতের মিসাইল ম্যান আবুল পাকির জয়নুলাবেদিন আবদুল কালাম। গত সোমবার শিলংয়ে হূদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন ।

 

.