ভোগান্তির একমাস, নোট বাতিলের বলি এখনও পর্যন্ত ৮৮, আজ কালা দিবস পালন করবে বিরোধীরা

Updated By: Dec 8, 2016, 10:18 AM IST
ভোগান্তির একমাস, নোট বাতিলের বলি এখনও পর্যন্ত ৮৮, আজ কালা দিবস পালন করবে বিরোধীরা

ওয়েব ডেস্ক: একমাস পূর্ণ হল নোট বাতিলের। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদে লাগাতার ঝড় তুলেছে বিরোধীরা। বিরোধী বিক্ষোভের জেরে পণ্ড সংসদের অধিবেশন। এই ইস্যুতে আজ সংসদে কালা দিবস পালন করবে বিরোধীরা। মুখে কালো কাপড় বেঁধে পালন করা হবে কালাদিবস। সংসদে গান্ধী মূর্তির সামনে পালিত হবে বিরোধীদের ঐক্যবদ্ধ কর্মসূচি। আরও পড়ূন- 'নোট বাতিলে'র ধাক্কায় কমবে বেতন বৃদ্ধির হার!

 

 

.