JNU কাণ্ডে এবার মোদী সরকারের অস্বস্তি বাড়াল দলেরই ছাত্র সংগঠন

Updated By: Feb 18, 2016, 11:49 AM IST
 JNU কাণ্ডে এবার মোদী সরকারের অস্বস্তি বাড়াল দলেরই ছাত্র সংগঠন

ওয়েব ডেস্ক: JNU কাণ্ডে এবার মোদী সরকারের অস্বস্তি বাড়াল দলেরই ছাত্র সংগঠন। গোটা ঘটনায় কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে দল ছাড়লেন JNU শাখার ABVP-র তিন সদস্য। যৌথ ইস্তফাপত্রে উঠে এসেছে রোহিত ভেমুলা আত্মহত্যার প্রসঙ্গও।  এমনকি জাতীয়তাবাদের নামে দেশে গুন্ডাগিরি চলছে বলেও তোপ দেগেছেন পদত্যাগকারী এই তিনজন। সংবাদমাধ্যমে নিয়মিত খবর আসায় দেশজুড়ে জেএনইউ বিরোধী আবেগ প্রশ্রয় পাচ্ছে। দাবি করেছেন ABVP-র JNU শাখার যুগ্ম সম্পাদক প্রদীপ, সোশ্যাল স্টাডিস বিভাগের সভাপতি রাহুল যাদব এবং সম্পাদক অঙ্কিত হানস।

'ছাত্র সম্প্রদায়ের ওপর জুলুমকারী সরকারের মুখপাত্র হতে চাইনা। সেইজন্যেই ABVPথেকে পদত্যাগ। নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে দলের যাবতীয় কর্মকাণ্ড থেকেও সরে দাঁড়ালাম।গত নয় ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যে দেশবিরোধী স্লোগান দেওয়া হয়েছে তা হৃদয়-বিদারক।দোষীদের আইনি পথে শাস্তি হোক। তবে NDA সরকার যে ভাবে গোটা ঘটনাটি সামলানোর চেষ্টা করছে, অধ্যাপকরা যেভাবে হেনস্থার শিকার হচ্ছেন, আদালত চত্বরেই লাগাতার যেভাবে আইনজীবীদের হাতে সংবাদমাধ্যম এবং কানহাইয়া নিগৃহীত হচ্ছেন তা সমর্থনযোগ্য নয়।  জেরা এবং মতবাদকে চাপা দিতে জুলুমের  মধ্যে একটা পার্থক্য রয়েছে। সব বামপন্থীদের দেশদ্রোহী হিসেবে দেগে দেওয়াও ঠিক নয়।প্রত্যেকদিন বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে ভারতের পতাকা নিয়ে জমায়েত করে পড়ুয়া পেটানোর সুযোগ খোঁজা। এটা জাতীয়তাবাদ নয় গুন্ডাগিরি। দেশের নামে যা ইচ্ছে করা যায় না। দেশপ্রেম আর গুন্ডাগিরির মধ্যে একটা তফাত্ রয়েছে' ।

.