১৩ বছরের ব্যবধান! কড়া নিরাপত্তায় জম্মু কাশ্মীরে চলছে ভোটগ্রহণ
সোমবার সকাল সাতটা থেকেই কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। বুথের বাইরে লম্বা লাইন। বেলা দুটো পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব।
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে প্রথম দফার পুরনির্বাচন শুরু হয়েছে। জম্মুর ২৪৭টি, কাশ্মীরের ১৪৯ ও লাদাখের ২৬টি ওয়ার্ডে৷ প্রথম দফার নির্বাচনে ভোটাভুটি চলছে। ১ হাজার ২৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হওয়ার দিন আজ।
সোমবার সকাল সাতটা থেকেই কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। বুথের বাইরে লম্বা লাইন। বেলা দুটো পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব।
#JammuAndKashmir: Voting begins in 11 districts in the first of the four phases of urban local bodies elections; Visuals from Ward no. 48 in Jammu pic.twitter.com/V6QhmfWTLG
— ANI (@ANI) October 8, 2018
কয়েক মাস আগেই বিজেপি পিডিপির জোট ছেড়ে বেরিয়ে এসেছে। বিজেপির সঙ্গ হারানোর পর থেকেই পতন শুরু হয় মেহবুবা মুফতির জোট সরকারের। উপত্যকায় জারি করা হয় জোট সরকার। জঙ্গ হামলায় মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে জম্মু কাশ্মীরের পরিস্থিতি। এদিন বুথগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
মোট এগারোটি জেলায় চলছে ভোট।৷ জম্মুর ২৪৭টি, কাশ্মীরের ১৪৯টি ও লাদাখের ২৬টি ওয়ার্ডের মোট ১ হাজার ২৮৩জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন ভোটাররা। সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের ভিড়ও রয়েছে যথেষ্ট চোখে পড়ার মতো। রাজ্যপাল সত্যপাল মালিক প্রত্যেককে ভোটগ্রহণে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন। রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও নির্বাচনে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি।