সোপরে ধরা পড়ল আরও এক জঙ্গি, উদ্ধার অস্ত্র

Updated By: Aug 10, 2017, 04:47 PM IST
সোপরে ধরা পড়ল আরও এক জঙ্গি, উদ্ধার অস্ত্র

ওয়েব ডেস্ক : সোপরে ধরা পড়ল আরও এক জঙ্গি। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের ওই এলাকা থেকে পাকড়াও হয় ওই জঙ্গিকে। ধৃতের কাছ থেকে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে খবর। তবে, ধৃত জঙ্গি কোন গোষ্ঠীর সদস্য, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

এদিকে বৃহস্পতিবার দিল্লি থেকে পুলিশের জালে ধরা পড়ে আল কায়দার এক ‘খতরনক’ জঙ্গি। সৌদি আরব থেকে দিল্লি এলে, সৈয়দ মহম্মদ জিশান আলি নামে ওই জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। ২০১৬ সালের জুন মাস থেকেই জিশান আলির খোঁজে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। অবশেষে দিল্লি থেকে পাকড়াও করা হয় জিশান আলিকে।

আরও পড়ুন, ISI-এর মদতে জঙ্গি মডিউলের পর্দা ফাঁস, গোয়ালিয়র থেকে গ্রেফতার ৩

.