জম্মু-কাশ্মীর, লাদাখ ভারতের বাইরে! ভারতের Distorted Map-প্রশ্নে Twitter-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত কেন্দ্রের

এই বিতর্কিত ম্যাপ টুইটারে ভেসে বেড়াচ্ছে দেখে ক্ষুব্ধ বহু মহল।

Updated By: Jun 28, 2021, 05:23 PM IST
জম্মু-কাশ্মীর, লাদাখ ভারতের বাইরে! ভারতের Distorted Map-প্রশ্নে Twitter-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত কেন্দ্রের

নিজস্ব  প্রতিবেদন: জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতীয় ভূখণ্ডের বাইরে! এরকমই দেখানোর অভিযোগ উঠল টুইটারের বিরুদ্ধে। এ নিয়ে তাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে দিল্লি।

নয়া ডিজিটাল আইন নিয়ে মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে আগেই দীর্ঘ টানাপড়েন চলেছিল টুইটার  (Twitter) ও ভারত সরকারের মধ্যে। এ বার ভারতের বিকৃত মানচিত্র প্রকাশ নিয়ে ফের কেন্দ্রের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়ে পড়ল টুইটার। জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতীয় ভূখণ্ডের বাইরে দেখানোর অভিযোগ উঠল এই মাইক্রোব্লগিং সাইটের বিরুদ্ধে। এর জেরে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে দিল্লি।

আরও পড়ুন: রাতের অন্ধকারে জম্মুর মিলিটরি স্টেশনের উপর উড়ল Drone, ফের ‘বিস্ফোরক হামলা’র ষড়যন্ত্র?

টুইটারের ‘Tweep Life’ বিভাগে ভারতের যে মানচিত্র রয়েছে, তাকে ঘিরেই নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ওই মানচিত্রে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের (India) বাইরে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি। এই distorted map নিয়ে নেটমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে নেটিজেনদের।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: ভারতের 'অগ্নি'-পরীক্ষা! সফল উৎক্ষেপণ Agni-Prime মিসাইলের, চাপে চিন-পাকিস্তান

.