সেনা বাহিনীর গুলিতে নিকেশ জইশ প্রধান মাসুদ আজাহারের ভাইপো

Updated By: Nov 7, 2017, 09:28 AM IST
সেনা বাহিনীর গুলিতে নিকেশ জইশ প্রধান মাসুদ আজাহারের ভাইপো

সংবাদ সংস্থা : পুলওয়ামায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত হল মাসুদ আজাহারের ভাইপো। সূত্রের খবর, সোমবার রাত পুলওয়ামায় সেনা-জঙ্গি এনকাউন্টার শুরু হয়, আর সেখানেই বাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহারের ভাইপো। পাশাপাশি সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে পুলওয়ামায় আরও ২ জঙ্গি নিহত হয়েছে বলে খবর।

আরও পড়ুন : শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে হামলা চালিয়েছে জইশ, স্বীকার মাসুদ আজাহারের 

জানা যাচ্ছে, পুলওয়ামার কান্দির আগলারে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে, ওই খবর পাওয়ার পরই সেখানে জোর তল্লাসি শুরু করে সেনা বাহিনী। জওয়ানদের দেখে জঙ্গিরা আচমকা গুলি চালাতে শুরু করলে, বাহিনীও পাল্টা আঘাত করে। সেনা বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় ৩ জঙ্গি। যাদের মধ্যে একজন জইশ নেতা মাসুদ আজাহারের ভাইপো বলেই জানা যাচ্ছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পুলওয়ামায় নিহতদের নাম তালহা রসিদ, মহম্মদ ভাই এবং ওয়াসিম। তবে ওই এনকাউন্টারে শাম সুন্দর নামে এক জওয়ানও শহিদ হয়েছেন বলে খবর।

আরও পড়ুন : পুলওয়ামায় ৩ জঙ্গিকে গুলিতে উড়িয়ে দিল সেনা 

এদিকে শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে হামলার ঘটনায় মূল মাথা জইশ-ই-মহম্মদের। সম্প্রতি একটি অডিতে এমনই স্বীকারোক্তি দিয়েছে মাসুদ আজাহার। যে অডিও প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়।

.