ত্রাল ও সোপিয়ানে রাতভর গুলির লড়াই, খতম ৫ জঙ্গি

যে ২ জন জঙ্গি এখনও আটকে রয়েছে তারা  আনসার ঘাজওয়াত উল হিন্দের সদস্য

Updated By: Apr 9, 2021, 10:31 AM IST
ত্রাল ও সোপিয়ানে রাতভর গুলির লড়াই, খতম ৫ জঙ্গি

নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরের দুটি পৃথক গুলির লড়াইয়ে নিহত হল  ৫ জঙ্গি।

বৃহস্পতিবার রাতে এক এনকাউন্টারে সোপিয়ানে(Shopian) নিহত হয় ৩ জঙ্গি। গুরুতর আহত হন ২ জওয়ান। অন্যদিকে, ত্রালে(Tral) এর গুলির লড়াই হত ২ জঙ্গি। সোপিয়ানে আরও ২ জঙ্গির সঙ্গে এখনও চলছে গুলির লড়াই।

আরও পড়ুন-করোনা কার্ফু, পরীক্ষা, টিকা উৎসব ও কনটেনমেন্ট জোন, Covid-দাওয়াই PM Modi-র    

গোপন সূত্রে খবর পেয়ে সোপিয়ানের জান মহল্লায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তারা কাছাকাছি আসতেই গোলাগুলি শুরু করু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও।  জঙ্গিরা তাড়া খেয়ে একটি মসজিদে ঢুকে পড়েছিল।  এখনও মসজিদে লুকিয়ে থাকা ২ জঙ্গিকে বের করে আনাতে এক জঙ্গির ভাই ও মসজিদের ইমামকে মসজিদে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- ভোটের মাঝেই তিন হাজারের কাছাকাছি চলে গেল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা

জম্মু ও কাশ্মীর পুলিসের তরফে দাবি করা হয়েছে, এনকাউন্টারে ২ নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে যে ২ জন জঙ্গি এখনও আটকে রয়েছে তারা  আনসার ঘাজওয়াত উল হিন্দের সদস্য। নিহত ৩ জনের পরিচয় জানা যায়নি।

অন্যদিকে, ত্রালের একটি জায়গায় হানা দেয় নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ডেরা ঘিরে ধরলে শুরু হয় গুলির লড়াই। পাল্টা গুলিতে নিহত হয় ২ জঙ্গি।
    

.