সোপিয়ান-বারামুলায় টানা এনকাউন্টারে খতম ৩ জঙ্গি

শুক্রবার বান্দিপোরায় হাজিন এলাকায় এক জঙ্গিকে খতম করে সেনা

Updated By: Mar 22, 2019, 03:05 PM IST
সোপিয়ান-বারামুলায় টানা এনকাউন্টারে খতম ৩ জঙ্গি

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার থেকে কাশ্মীরে গত ২৪ ঘণ্টায় ৫ জঙ্গিকে খতম করল সেনা। শুক্রবার সোপিয়ান ও বান্দিপোরায় দুটি এনকাউন্টারে মৃত্যু হল ৩ জঙ্গির।

আরও পড়ুন-চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, ভস্মীভূত আস্ত একটা কামরা! মৃত ২

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বান্দিপোরায় হাজিন এলাকায় এক জঙ্গিকে খতম করে সেনা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় গুলির লড়াই। এখানে ২ জনকে পণবন্দি করে রাখে জঙ্গিরা। ওই দুজনকে বাঁচিয়ে রাখতেই অনেকটা সময় নেয় সেনা। এদের একজনকে উদ্ধার করা গেলেও অন্য জনকে বাঁচানো যায়নি।

অন্যদিকে, সোপিয়ানে অন্য এক এনকাউন্টারে মারা যায় জঙ্গি। শুক্রবার সোপিয়ানের ইমামসাহিব এলাকায় তল্লাশি শুরু করে সেনা। এই সময়েই গুলির লড়াই শুরু হয়ে যায়। সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়। সে কোন দলের সদস্য তা এখনও স্পষ্ট নয়। কাশ্মীর পুলিসের পক্ষ থেকে বলা হয়েছে, এনকাউন্টার সম্পর্কে বিস্তারিত তথ্য পরে দেওয়া হবে।

আরও পড়ুন-পাঁচ বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার সর্বাধিক, জানাল IMF

এদিকে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে বারামুলার সোপরেও। ওই লড়াইয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বৃহস্পতিবারই বারামুলার কালান্তারা জেলায় হওয়া এক এনকাউন্টারে মৃত্যু হয় ২ জঙ্গির। আহত হন ৩ নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হন। এদের মধ্যে ১ জন সোপরের বাসিন্দা।

বৃহস্পতিবার বারামুলার কালানতারা এলাকায় এনকাউন্টারে মৃত্যু হয় ২ জইশ জঙ্গির। আহত হন ৩ সেনা। রাজ্য পুলিলেসর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত জঙ্গির নাম আমির রসুল। অন্যজন পাক নাগরিক।

.