সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা, নওসেরা লক্ষ্য করে ফের গুলি চালাচ্ছে পাকিস্তান

Updated By: Sep 12, 2017, 02:12 PM IST
সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা, নওসেরা লক্ষ্য করে ফের গুলি চালাচ্ছে পাকিস্তান

ওয়েব ডেস্ক : সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তে ফের গুলি চালানো শুরু করল পাকিস্তান। মঙ্গলবার জম্মু কাশ্মীরের নওসেরায় আচমকাই গুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। পাকিস্তানি রেঞ্জার্সদের হামলা শুরু হওয়ার পর, ভারতের তরফেও দেওয়া হয় পাল্টা জবাব। কিন্তু, পাক রেঞ্জার্সদের ছোঁড়া গুলিতে নওসেরার এক বাসিন্দা অহত হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এদিকে রবিবার রাত থেকে জম্মু কাশ্মীরের কুলগামে সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পরই কুলগামে তল্লাশি শুরু করে বাহিনী। এরপর রবিবার মাঝ রাতেই সেনা বাহিনীর গুলিতে নিহত হয় হিজবুল মুজাহিদিনের ২ জঙ্গি। পাশাপাশি আরও এক জঙ্গিকে পাকড়াও করেন জওয়ানরা। সব কিছু মিলিয়ে রবিবার থেকে জঙ্গি লেলিয়ে আবার কখনও গুলি চালিয়ে সীমান্তে উত্তেজনা ছড়াতে চাইছে পাকিস্তান।

অন্যদিকে জম্মু কাশ্মীরে গিয়ে ফের ইসলামাবাদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, এবার সময় এসেছে। পাকিস্তান গুলি চালানো বন্ধ করুক।  

.