ভোর তিনটে নাগাদ লুধিয়ানার কাছে পঞ্জাবে লাইনচ্যুত ঝিলম এক্সপ্রেস

ফের রেল দুর্ঘটনা। পঞ্জাবে লাইনচ্যুত ঝিলম এক্সপ্রেস। ভোর তিনটে নাগাদ লুধিয়ানার কাছে ফিল্লৌর এবং লাধোয়াল স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। লাইনচ্যুত হয় জম্মু থেকে পুনাগামী ঝিলম এক্সপ্রেসের ১০টি কামরা। তবে, কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঘটনায় দুই যাত্রী জখম হয়েছেন বলে জানিয়েছেন ফিরোজপুরের DRM আনুজ প্রকাশ। ঘটনাস্থলে গিয়েছে রিলিফ ট্রেন।

Updated By: Oct 4, 2016, 08:59 AM IST
ভোর তিনটে নাগাদ লুধিয়ানার কাছে পঞ্জাবে লাইনচ্যুত ঝিলম এক্সপ্রেস

ওয়েব ডেস্ক: ফের রেল দুর্ঘটনা। পঞ্জাবে লাইনচ্যুত ঝিলম এক্সপ্রেস। ভোর তিনটে নাগাদ লুধিয়ানার কাছে ফিল্লৌর এবং লাধোয়াল স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। লাইনচ্যুত হয় জম্মু থেকে পুনাগামী ঝিলম এক্সপ্রেসের ১০টি কামরা। তবে, কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঘটনায় দুই যাত্রী জখম হয়েছেন বলে জানিয়েছেন ফিরোজপুরের DRM আনুজ প্রকাশ। ঘটনাস্থলে গিয়েছে রিলিফ ট্রেন।

আরও পড়ুন ফের পাকিস্তান থেকে ভারতের পথে সন্দেহজনক জলযান

গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনার মধ্যে বারে বারে সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে কথা উঠেছে ঝিলম নদীর প্রসঙ্গ। এবার সেই ঝিলম ফের খবরে। আর এটা ঝিলম এক্সপ্রেস ট্রেন। আর এবার খবর, দুর্ঘটনার জন্য।

আরও পড়ুন  ভারত-পাক সীমান্তে উত্তেজনা কমার লক্ষ্মণ নেই

.