ঝাড়খণ্ডে পাঁচটি পুরসভাতেই জিতল বিজেপি

ঝাড়খণ্ডে পুরভোটে ক্লিনসুইপ বিজেপির। 

Updated By: Apr 20, 2018, 06:10 PM IST
ঝাড়খণ্ডে পাঁচটি পুরসভাতেই জিতল বিজেপি

নিজস্ব প্রতিবেদন: ঝাড়খণ্ডে পুরসভা নির্বাচনে বড়সড় সাফল্য পেল ভারতীয় জনতা পার্টি। পাঁচটি পুরসভাতেই জিতল তারা। দখল করল মেয়রের পদ। জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে জয়ের কৃতিত্ব দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবার দাস। 

গত ১৬ এপ্রিল ভোটগ্রহণ হয়েছিল ঝাড়খণ্ডের পাঁচটি পুরসভায়- মেদিনীনগর, হাজারিবাগ, গিরিডি, রাঁচি ও আদিত্যপুরে। হাজারিবাগ ও আদিত্যপুরে মেয়র ও ডেপুটি মেয়র পদে জিতেছে বিজেপি। মেয়র পদে রাঁচিতে জিতেছেন বিজেপির আশা লাকড়া। ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বিজেপি প্রার্থী সঞ্জীব বিজয়বর্গীয়।

রঘুবর দাসের কথায়, ''ঝাড়খণ্ডে উন্নয়ন করতে পারে শুধু বিজেপিই। তা বোঝেন সাধারণ মানুষ। সুশাসন ও দুর্নীতিমুক্ত সরকারের পক্ষে এটা মানুষের রায়।''

আরও পড়ুন- শিশুধর্ষণে মৃত্যুদণ্ড, পসকো আইনে বদল আনতে চলেছে মোদী সরকার

.