হার্ভার্ডের ডাক পেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন

জনজাতি, তাদের উন্নয়ন ও কল্যাণ নিয়েই মূলত কথা বলবেন হেমন্ত।

Updated By: Dec 28, 2020, 01:12 PM IST
হার্ভার্ডের ডাক পেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন

নিজস্ব প্রতিবেদন: বিরল সম্মানের অধিকারী হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন (Jharkhand CM Hemant Soren)। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে বক্তৃতার আমন্ত্রণ পেলেন তিনি। 

আগামী বছরের ফেব্রুয়ারিতে হেমন্তের এই বক্তৃতা। জনজাতি, তাদের উন্নয়ন ও কল্যাণ নিয়েই মূলত কথা বলবেন হেমন্ত।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বার্ষিক 'ইন্ডিয়া কনফারেন্সে' (Harvard University's Harvard India Conference) বক্তৃতা দেবেন হেমন্ত। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে রবিবার টুইট করে এ খবর জানানো হয়েছে। ওই কনফারেন্সের ১৮তম বার্ষিকসভায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বক্তৃতার মূল বিষয়, ঝাড়খণ্ডে জনজাতির অধিকার, উন্নয়ন ও আদিবাসী কল্যাণনীতি।

বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্রে লেখা হয়েছে-- জনজাতির অধিকার, উন্নয়ন ও আদিবাসী কল্যাণ নিয়ে তাঁর কাজকর্ম ও ভাবনাচিন্তার জন্যই তাঁকে এই আমন্ত্রণ। 

Also Read: দশ বছরের মধ্যে জাপানকে টপকে বিশ্ব-অর্থনীতিতে তৃতীয় স্থানে উঠে আসবে ভারত

.