জেসিকা হত্যা: সায়ন মুন্সীর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

ফের বিপাকে পড়তে চলেছেন মডেল-অভিনেতা সায়ন মুন্সী। জেসিকা লাল হত্যা কাণ্ডের অন্যতম দুই সাক্ষী সায়ন মুন্সী ও প্রেম সাগর মানচার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে তদন্তের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। আজ এই ঘটনার আরও ১৭ জন সাক্ষীকে বেকসুর খালাস করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে।

Updated By: May 22, 2013, 04:12 PM IST

ফের বিপাকে পড়তে চলেছেন মডেল-অভিনেতা সায়ন মুন্সী। জেসিকা লাল হত্যা কাণ্ডের অন্যতম দুই সাক্ষী সায়ন মুন্সী ও প্রেম সাগর মানচার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে তদন্তের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। আজ এই ঘটনার আরও ১৭ জন সাক্ষীকে বেকসুর খালাস করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে।
১৯৯৯-এর ২৯ এপ্রিল দক্ষিণ দিল্লির একটি পানশালায় হরিয়াণার কংগ্রেস নেতা বিনোদ শর্মার ছেলে মনু শর্মা গুলি করে হত্যা করে মডেল জেসিকা লালকে। অভিনেতা সায়ন মুন্সী সহ আরও বেশ কিছু জন এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। বস্তুত সায়ন মুন্সীই মনু শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ২০০৬-এ দিল্লি হাইকোর্ট মনু শর্মার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।
২০১০ সালে এই মামলাটি সুপ্রিমকোর্টে উঠলে নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান সায়ন মুন্সী। সুপ্রিমকোর্টে সাক্ষ্য দিতে অস্বীকার করেন তিনি। ট্রায়াল চলাকালীন সায়ন মুন্সী জানান এফআইআরের কথা অস্বীকার করে জানান তিনি হিন্দি জানেন না।

.