পিছিয়ে গেল JEE এবং NEET, পরীক্ষার নয়া নির্ঘণ্ট জানাল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক

পাশাপাশি বোর্ড জানিয়েছে, আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া হবে JEE মেইন পরীক্ষা।

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Edited By: Priyanka Dutta | Updated By: Jul 3, 2020, 08:50 PM IST
পিছিয়ে গেল JEE এবং NEET, পরীক্ষার নয়া নির্ঘণ্ট জানাল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  পিছিয়ে গেল JEE এবং NEET এর পরীক্ষা। জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। পাশাপাশি বলা হয়েছে, আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া হবে JEE মেইন পরীক্ষা। অন্যদিকে JEE অ্যাডভান্স পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর। NEET পরীক্ষা হবে ১৩ সেপ্টেম্বর। শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানিয়েছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। 

 

জুলাই-এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কবে হবে জয়েন্ট এন্ট্রান্স মেইন ও নিট পরীক্ষা? করোনা পরিস্থিতিতে পরীক্ষাসূচী নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে আজ টুইটারে নয়া সূচি ঘোষণা করেছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।  উল্লেখ্য, দিন আগে, মধ্য প্রাচ্যের দেশের পড়ুয়াদের অভিভাবকরা NEET UG 2020 পরীক্ষা স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছিলেন। 

.