জয়ললিতার গয়না এখনও কার্ণাটক ট্রেজারিতেই
সবেমাত্র চিরনিদ্রায় গিয়েছেন জয়রাম জয়ললিতা। তামিলনাড়ুর কুর্সিতে এখন তাঁরই আশীর্বাদধন্য পন্নিরসেলভম। এদিকে আম্মার ৬ কোটি টাকা মূল্যের গয়নার ঠাঁই বদল হল না। আগের মতোই সেগুলো রয়েছে কর্ণাটকের রাজ্য ট্রেজারিতেই।
ওয়েব ডেস্ক: সবেমাত্র চিরনিদ্রায় গিয়েছেন জয়রাম জয়ললিতা। তামিলনাড়ুর কুর্সিতে এখন তাঁরই আশীর্বাদধন্য পন্নিরসেলভম। এদিকে আম্মার ৬ কোটি টাকা মূল্যের গয়নার ঠাঁই বদল হল না। আগের মতোই সেগুলো রয়েছে কর্ণাটকের রাজ্য ট্রেজারিতেই।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে জয়ললিতার বাড়িতে আয়কর দফতরের আধিকারিকেরা হানা দেন। নজরে আসে আঠাশ কেজি সোনা, আটশো কেজি রুপো, সাড়ে দশ হাজার শাড়ি, সাড়ে সাতশো জোড়া জুতো, ৪৪ টি এয়ার কন্ডিশন মেশিন এবং ৯১টি ঘড়ি। নেত্রীর এহেন বিপুল সম্পত্তির বহর দেখে চোখ কপালে উঠেছিল আধিকারিকদের। পরবর্তী কালে তত্কালীন জনতা পার্টির প্রেসিডেন্ট সুব্রহ্মণ্যম স্বামী (অধুনা বিজেপি সাংসদ) আদালতে জয়ললিতার বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতি বিহীন সম্ত্তির মামলা দায়ের করেন।
আরও পড়ুন- 'আম্মা'র দলে গোষ্ঠী রাজনীতি
যদিও পরবর্তী কালে তামিলনাড়ুর 'আম্মা' আদালতে জানিয়েছিলেন যে, এসবই তাঁর অভিনেত্রী জীবনের রোজগারে কেনা ও পাওয়া। জয়ললিতার এই মামলা পরবর্তী কালে আইন-শৃঙ্খলার কারণে কার্ণাটক হাইকোর্টে স্থানান্তরিত হওয়ায়, সেরাজ্যের ট্রেজারিতেই রয়েছে তাঁর গয়না।