শেষ হল ৭৫ দিনের লড়াই, মৃত্যুর কাছে হার মানলেন জয়ললিতা
শেষ হল পঁচাত্তর দিনের লড়াই। মৃত্যুর কাছে হার মানলেন জয়ললিতা।গতকাল রাত সাড়ে এগারোটায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হন তিনি। বাইশে সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন। আম্মা এ বার বাড়ি ফিরবেন বলে যখন শোনা যাচ্ছিল তখনই রবিবার বিকেলে আচমকা হার্ট অ্যাটাক।
ওয়েব ডেস্ক: শেষ হল পঁচাত্তর দিনের লড়াই। মৃত্যুর কাছে হার মানলেন জয়ললিতা।গতকাল রাত সাড়ে এগারোটায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হন তিনি। বাইশে সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন। আম্মা এ বার বাড়ি ফিরবেন বলে যখন শোনা যাচ্ছিল তখনই রবিবার বিকেলে আচমকা হার্ট অ্যাটাক।
আরও পড়ুন ঐশ্বর্য রাই বচ্চন আত্মহত্যা করেছেন, এমন গুজবই ছড়ালো দেশজুড়ে!
চিকিত্সকরা তাঁকে জীবনদায়ী ব্যবস্থায় রাখলেও গতকাল রাতে ব্যর্থ হয়ে যায় সব চেষ্টা। রাতেই পয়েজ গার্ডেনের বাড়িতে আম্মার দেহ নিয়ে যাওয়া হয়। সাধারণ মানুষকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে আজ চেন্নাইয়ের রাজাজি হলে শায়িত থাকবে মরদেহ। বিকেল সাড়ে চারটে নাগাদ মেরিনা বিচে জয়ললিতার শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন আগে ধার চাইলে মুখ গোমড়া হত দোকানির, এখন ধারেই ক্রেতাকে স্বাগত!