লাইফ সাপোর্ট সিস্টেমে জয়ললিতা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। রবিবার বিকেল পাঁচটায় হার্ট অ্যাটাক হয় তাঁর। AIADMK নেত্রীকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারদের একটি বোর্ড তাঁকে পর্যবেক্ষণ করছে। লন্ডনের বিশেষজ্ঞ চিকিত্‍সকদের পরামর্শ নেওয়া হচ্ছে।

Updated By: Dec 5, 2016, 09:13 AM IST
লাইফ সাপোর্ট সিস্টেমে জয়ললিতা

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। রবিবার বিকেল পাঁচটায় হার্ট অ্যাটাক হয় তাঁর। AIADMK নেত্রীকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারদের একটি বোর্ড তাঁকে পর্যবেক্ষণ করছে। লন্ডনের বিশেষজ্ঞ চিকিত্‍সকদের পরামর্শ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন- স্বেচ্ছায় কালো টাকা ঘোষণা স্কিমে কেন্দ্রের পাতা জালে মুম্বইয়ের ব্যবসায়ী পরিবার

বাইশে সেপ্টেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন জয়ললিতা। তারপর অবস্থার অবনতি হয় তাঁর। দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকার পর সেরেও ওঠেন। জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়। পার্টির তরফে যেদিন আম্মার সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার খবর ঘোষণা হয়, সেদিনই বিকেলে ম্যাসিভ হার্ট অ্যাটাকে ফের সঙ্কটজনক হয়ে পড়েন তিনি। এদিকে, 'আম্মা'র অসুস্থতায় তোলপাড় দেশ। হাসপাতালে এসে পৌছেছে রাজ্য মন্ত্রীসভার সদস্যসহ খোদ রাজ্যপালও।

আরও পড়ুন- মোদী শাস্তির হুমকি দিতেই উল্টো স্রোত!

.