সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে বহিষ্কার নয় কেন? "জবাব দাও" মোদী, দাবি বিরোধীদের
সংসদে ঘৃণ্য মন্তব্যের পরও কেন বহিষ্কার করা হল না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে? মোদীর কাছে জবাব চাইলেন লোকসভার বিরোধী সাংসদরা। গতকাল ও আজ এই নিয়ে বিরোধীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রীকে।
সোমবার রাজধানীতে একটি মিছিলে উত্তরপ্রদেশের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেন, দিল্লির মানুষদেরই ঠিক করতে হবে তারা রামজাদের সরকার চায়, না হারামজাদের। গতকাল এই নিয়ে সংসদে ক্ষমাও চেয়ে নেন ৪৭ বছরের জ্যোতি। কিন্তু সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্য তার পদত্যাগ দাবি করেছেন বিরোধী সাংসদরা। মঙ্গববারই তার অগ্রহণযোগ্য বলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর মন্তব্যের পর জ্যোতি বলেন, আমি ক্ষমা চেয়ে নিয়েছি। এর বেশি কী করতে পারি?
অন্যদিকে, আজ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদকর বলেন, এটা কোনও ব্যাপারই নয়। ওর(জ্যোতি) বিরুদ্ধো কোনও ব্যবস্থা নেওয়া হবে না...উনি সংসদে ক্ষমা চেয়েছেন। সেটাই অনেক। তার পরও শান্ত হননি বিরোধীরা।