স্মার্টফোনের রেডিয়েশন থেকে বাঁচতে নয়া পন্থা জাভড়েকরের
ল্যান্ডরিসিভার হাতে সংসদে ঢুকলেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর।
নিজস্ব প্রতিবেদন: টেক স্যাভি হিসেবে সুনাম আছে নরেন্দ্র মোদীর। টুইটার, ফেসবুকে অনায়াসে বিচরণ করেন তিনি। সেই মোদীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরকে দেখা গেল ল্যান্ডলাইন ফোনের রিসিভার হাতে।
ব্যাপারটা কী? মোবাইল ফোনের রেডিয়েশন থেকে বাঁচতে অনেকে এই ল্যান্ডলাইন রিসিভার ব্যবহার করেন। স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকে এই রিসিভার। ফলে সরাসরি ফোন কানে দিতে হয় না। শীতকালীন অধিবেশনে যোগ দিতে আসা জাভড়েকরের হাতেও বেগুনি রঙের এমনই একটি রিসিভার।
আরও পড়ুন- গুজরাটে নির্দল বিধায়কের সমর্থন নিয়ে একশোয় পৌঁছল বিজেপি
এমন ছবি হাতছাড়া করতে চাননি ছবিশিকারিরা। হাসি মুখেই আবদার মিটিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। তবে কেন তিনি এই প্রপ ব্যবহার করছেন, তা ভাঙতে চাননি প্রকাশ জাভড়েকর।