নয়া কেন্দ্রীয় বাজেট, গুজরাতে সরদার পাটেলের মূর্তির জন্য বরাদ্দ হল ২০০ কোটি

সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ঘোষণা করলেন বিভিন্ন খাতে বরাদ্দের। নতুন বাজেটে কোন খাতে কত বরাদ্দ, তার এক ঝলক নিচের তালিকায়

Updated By: Jul 10, 2014, 04:03 PM IST

সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ঘোষণা করলেন বিভিন্ন খাতে বরাদ্দের। নতুন বাজেটে কোন খাতে কত বরাদ্দ, তার এক ঝলক নিচের তালিকায়

কোন খাতে কী বরাদ্দ
  • ইয়ং লিডার প্রোগ্রামের জন্য ১০০ কোটি টাকা
  • ৮ হাজার কোটি টাকা মহিলা এবং ১৯ হাজার কোটি টাকা শিশু উন্নয়ন খাতে বরাদ্দ।
  • গঙ্গা নদীর জন্য এনআরআই ফান্ড গড়ার প্রস্তাব।
  • প্রতিরক্ষা সেক্টরে ২.২৯ লক্ষ কোটি টাকা বরাদ্দ।
  • ওয়ান র‌্যাঙ্ক ওয়ান পেনশান স্কিমে ১০০০ কোটি টাকা।
  • মণিপুরে স্পোর্টস ইউনিভার্সিটির জন্য ১০০০ কোটি।
  • দিল্লিকে আন্তর্জাতিক মানের শহরে পরিণত করতে বিদ্যুতে ২০০ কোটি এবং পানীয় জলে ৫০০ কোটি টাকা বরাদ্দ।
  • প্রত্যন্ত অঞ্চলে রেল যোগাযোগ বাড়ানোর জন্য ১০০০ কোটি টাকা।
  • ন্যাশনাল সেন্টার ফর হিমালয়ান স্টাডিজ তৈরি হবে উত্তরাখণ্ডে। বরাদ্দ ১০০ কোটি।
  • কাশ্মীর থেকে যাঁরা উচ্ছেদ হয়েছেন, তাঁদের পুনর্বাসনে ৫০০ কোটি টাকার ফান্ড।
  • ইয়ং লিডার্স প্রোগ্রামে ১০০ কোটি টাকা।
  • নমামি গঙ্গে: ইন্টিগ্রেটেড গঙ্গা কনসার্ভেশান মিশনে ২০৩৭ কোটি টাকা। গঙ্গার জল শোধনের জন্য।
  • নদীর সংযুক্তিকরণের জন্য রিপোর্ট তৈরির ক্ষেত্রে বরাদ্দ ১০০ কোটি।
  • প্রত্নতাত্ত্বিক কাজ বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ১০০ কোটি টাকা।
  • ৫টি পর্যটন কেন্দ্র তৈরির জন্য ১০০ কোটি টাকা। তীর্থস্থলের ব্যবস্থার জন্য ১০০ কোটি টাকা। মথুরা, অমৃতসর, গয়া, আজমের ঐতিহ্য রক্ষার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ।
  • মাওবাদী প্রভাবিত এলাকায় পুলিশ ব্যবস্থা উন্নত করতে ২৫০০ কোটি টাকা।
  • রাজ্য পুলিশ ব্যবস্থা উন্নত করতে ৩০০০ কোটি টাকা।
  • প্রতিরক্ষা বিষয়ে গবেষণার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ।
  • শহিদদের স্মৃতিতে সৌধ এবং প্রতিরক্ষা মিউজিাম তৈরির জন্য ১০০ কোটি টাকা।
  • নতুন থার্মাল টেকনলজির জন্য ১০০ কোটি।
  • স্টার্টার এবং ভেঞ্চার ক্যাপিটালের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ।
  • ন্যাশনাল রুরাল ইন্টারনেট এবং টেকনলজি মিশনের প্রস্তাব। ৫০০ কোটি টাকা বরাদ্দ।
  • গঙ্গায় জল মার্গ উন্নয়ন প্রকল্প। এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত ১৬২০ কিমির এই প্রকল্পের জন্য ৪২০০ কোটি টাকা বরাদ্দ।
  • ১৬টি নতুন বন্দর তৈরির জন্য বরাদ্দ ১১ হাজার কোটি টাকা।
  • রায় বরেলি, লখনৌ, সুরাট, ভাগলপুরে আরও ৬টি টেক্সটাইল ক্লাস্টার। বরাদ্দ ২০০ কোটি।
  • সৌর বিদ্যুতের জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা।
  • ড়ক পরিবহণ ক্ষেত্রে ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ। ৩ হাজার কোটি টাকা শুধু উত্তর-পূর্বাঞ্চলের সড়ক পরিবহণের জন্য। জাতীয় সড়ক বাড়ানো হবে। এশইজেড-এ পাশে এক্সপ্রেসওয়ে তৈরির জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা।
  • ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডরে বরাদ্দ ১০০ কোটি।
  • পশমিনা প্রোডাকশান প্রোগ্রামের জন্য ৫০ কোটি।
  • পিপিপি মডেলে হস্তকলা অ্যাকাডেমি তৈরি করা হবে। বরাদ্দ ৩০ কোটি।
  • সয়েল হেলথ কার্ডের জন্য প্রকল্প চালু করবে সরকার। বরাদ্দ ১০০ কোটি। দেশে সয়েল টেস্টিং ল্যাবের জন্য ৫৬ কোটি টাকা বরাদ্দ।
  • নাবার্ডের মাধ্যমে ৫ লক্ষ ভূমিহীন চাষিদের অর্থ দেবে।
  • এগ্রি-ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের জন্য ১০০ কোটি টাকা পৃথক ভাবে বরাদ্দ করার প্রস্তাব।
  • ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক যোজনার জন্য ৮ হাদজার কোটি টাকা বরাদ্দ।
  • চাষীদের জন্য ৪ হাজার কোটি টাকার ঋণ।
  • মূল্যবৃদ্ধি ঠেকাতে ৫০০ কোটির তহবিল।
  • সর্বশিক্ষা অভিযানে ২৮ হাজার ৬৩৫ কোটি টাকা বরাদ্দ। পণ্ডিত মদন মোহন মালবিয় টিচার্স প্রোগ্রাম শুরু হবে।
  • কৃষিক্ষেত্রে দূরদর্শন পরিষেবার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ।
  • স্বল্প মেয়াদি কৃষি ঋণের জন্য নাবার্ডের হাতে আরও ৫ হাজার কোটি টাকা দেওয়া হবে।
  • আবাসনে বরাদ্দ ৫০ হাজার কোটি। ২০২২ সালের মধ্যে রূপায়িত হবে। শহরাঞ্চলের জন্য এই বাড়ি।
  • 11:49 AMডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা। গ্রামে ব্রডব্যান্ড কানেক্টিভিটি সুনিশ্চিত করতে এই প্রোগ্রাম।
  • মাদ্রাসা শিক্ষা আধুনিকীকরণের জন্য ১০০ কোটি টাকা।
  • জম্মু-কাশ্মীর, গোয়া, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, কেরলে ৫টি আইআইটি এবং ৫টি আইআইএম হবে। বরাদ্দ ৫০০ কোটি।
  • ৪টি এইমস গড়ার আলোচনা চলছে। পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশে, বিদর্ভ, পূর্বাঞ্চলে এইমস গড়া হবে। বরাদ্দ ৫০০ কোটি।
  • 'বেটি পড়াও, বেটি বাড়াও' প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বণ্টনের প্রস্তাব।
  • চাষীদের জন্য সেচের ব্যবস্থা বাড়াতে ১০০০ কোটি টাকা বরাদ্দ।
  • নতুন শহর গড়তে বরাদ্দ ৭০৬০ কোটি টাকা
.