Budget 2021: বাজেটের আগে রেকর্ড GST আদায় , প্রায় ১.২ লক্ষ কোটি টাকা

 করোনা পরিস্থিতি সামাল দেওয়ার পর বিপুল পরিমাণ কর জমা হচ্ছে সরকারের কোষাগারে।

Updated By: Feb 1, 2021, 10:59 AM IST
Budget 2021: বাজেটের আগে রেকর্ড GST আদায় , প্রায় ১.২ লক্ষ কোটি  টাকা

নিজস্ব প্রতিবেদন: এবারের বাজেট বিরাট বড় চ্যালেঞ্জ। অর্থনীতিতে ঘুরে দাঁড় করানোই মূল লক্ষ্য। সরকারের কোষাগারের ভাঁটা সামাল দিতে হবে, অন্যদিকে বাজার তুলে ধরতে মানুষের হাতে পৌঁছে দিতে টাকা।  তাঁর আগেই রেকর্ড জিএসটি সংগ্রহের বার্তা দিল অর্থ মন্ত্রক। করোনা পরিস্থিতি খানিক ম্লান হতেই অর্থনীতি একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে। কারণ, অর্থ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, জানুয়ারি মাসে কেন্দ্রের জিএসটি সংগ্রহ হয়েছে ১.২ লক্ষ কোটি টাকার,যা সর্বকালীন রেকর্ড।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, ২০২১ সালে জানুয়ারি মাসে রেকর্ড জিএসটি আদায় করেছে সরকার। ডিসেম্বরেও অর্থমন্ত্রক রেকর্ড জিএসটির সংগ্রহের কথা জানিয়েছিল। তবে এমাসে সেই রেকর্ডকে ছাপিয়ে যেতে পারেনি বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। গত মাসে ডিসেম্বরে জমা পরে ১,১৫ লক্ষ কোটি টাকা। এ মাসে ১.২ লক্ষ কোটি টাকা। 

প্রসঙ্গত, বেশ কিছু মাস ধরে GST ১ লক্ষ কোটি টাকা বেশি আদায় করছে সরকার। করোনা পরিস্থিতি সামাল দেওয়ার পর বিপুল পরিমাণ কর জমা হচ্ছে সরকারের কোষাগারে। বাণিজ্য ক্ষেত্রেও মন্দা অবস্থা থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।    

Tags:
.