কাশ্মীরে খতম লস্কর জঙ্গি

জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার রাতে উত্তর কাশ্মীরের বারামুলা জেলায় রাজ্য পুলিস ও সেনার যৌথ অভিযানে খতম হয়েছে লস্কর-এ-তৈবা`র অন্যতম কম্যান্ডার বদর।

Updated By: Feb 22, 2012, 11:00 AM IST

জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার রাতে উত্তর কাশ্মীরের বারামুলা জেলায় রাজ্য পুলিস ও সেনার যৌথ অভিযানে খতম হয়েছে লস্কর-এ-তৈবা`র অন্যতম কম্যান্ডার বদর। পুলিস সূত্রে জানান হয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে সোপোর শহরের অনিতদূরে মোমিনপোরা গ্রামে তল্লাশি অভিযান চালায় যৌথবাহিনী। সে সময় হঠাত্‍ একটি বাড়ি থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হয় বদর। লস্কর-এ-তৈবা`র শীর্ষ নেতা আবদুল্লা উনি`র ডানহাত হিসেবে পরিচিত বদরের বিরুদ্ধে খুন, নাশকতার একাধিক অভিযোগ ছিল।

.