জনধন ‌যোজনার সুবিধা পেয়েছে ৩০ কোটি পরিবার: জেটলি

Updated By: Sep 13, 2017, 03:26 PM IST
জনধন ‌যোজনার সুবিধা পেয়েছে ৩০ কোটি পরিবার: জেটলি

ওয়েব ডেস্ক: জনধন ‌যোজনা চালু হওয়ার পর দেশের প্রায় ৩০ কোটি পরিবারের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। বুধবার এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। 

জেটলির কথায়,"জনধন প্রকল্প শুরু হওয়ার আগে দেশের প্রায় ৪২ শতাংশ পরিবারের কাছে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না।" ‌সকলের কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে ‌ জনধন ‌যোজনা প্রকল্পের সূচনা করে মোদী সরকার। এই প্রকল্পে জিরো ব্যালান্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হয়েছিল। 

এদিন জেটলি জানিয়েছেন, "শুরুতে ৭৭ শতাংশ জনধন অ্যাকাউন্টো কোনও আমানত ছিল না। ক্রমে তা কমে ২০ শতাংশ হয়েছে।' সরাসরি ভর্তুকি পৌঁছতে শুরু করলে আমানতহীন অ্যাকাউন্টের সংখ্যা আরও কমে ‌যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

২০১৪ সালের সেপ্টেম্বরে জনধন প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনধন ‌যোজনার ফলে দেশের ৯৯.৯৯ শতাংশ বাড়িতে অন্তত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বলে দাবি কেন্দ্রীয় সরকারের।

আরও পড়ুন, জোর করে সার্ভিস চার্জ নিলেই রেস্তোরাঁগুলিকে দিতে হবে কর!

 

.