Jammu and Kashmir: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানির মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা (separatist leader) সৈয়দ আলি শাহ গিলানির (Syed Ali Shah Geelani) মৃত্যু। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ শ্রীনগরের হায়দরপোরা এলাকায় নিজের বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। 

শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই ঘরবন্দি ছিলেন সৈয়দ আলি শাহ গিলানির (Syed Ali Shah Geelani)। বর্তমানে তার দুই তিন ছেলে এবং এক মেয়ে রয়েছে। গিলানির মৃত্যু ঘিরে যাতে কোনও অপ্রীতিকর অবস্থা না ঘটে, তাই সজাগ প্রশাসন। বাড়ানো হয়েছে নিরাপত্তা। গিলানির মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন জম্ম-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। 

আরও পড়ুন: Delivery Boy: খাবার দিতে দেরি! রেস্তোরাঁ মালিককে খুন Swiggy ডেলিভারি এজেন্টের

আরও পড়ুন: Mumbai: অকুস্থলে কন্ডোমের অর্থ 'সম্মতিসূচক যৌনতা' নয়; তথাপি ধর্ষণে অভিযুক্তকে জামিন আদালতের

জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের অন্যতম প্রধান মুখ ছিলেন সৈয়দ আলি শাহ গিলানি (Syed Ali Shah Geelani)। প্রথমে জামাত-ই-ইসলামি কাশ্মীর (Jamaat-e-Islami Kashmir) সংগঠনের সদস্য ছিলেন তিনি। এরপর তেহরিক-ই-হুরিয়ত (Tehreek-e-Hurriyat) নামে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে নিয়ে একটি সংগঠনও তৈরি করেন তিনি। দীর্ঘদিন ধরে অল পার্টিস হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যানের ছিলেন  সৈয়দ আলি শাহ গিলানি (Syed Ali Shah Geelani)। ২০২০-তে হুরিয়তের দায়িত্ব ছেড়ে দেন তিনি।

English Title: 
Jammu and Kashmir's separatist leader Syed Ali Shah Geelani dies in Srinagar due to ill health
News Source: 
Home Title: 

Jammu and Kashmir: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানির মৃত্যু 

 Jammu and Kashmir: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানির মৃত্যু
Yes
Is Blog?: 
No
Section: