বন্যায় জম্মুতে মৃত ১৬০ , আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী

রবিবার বন্যা প্রভাবিত জম্মু-কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে বন্যায়। গত ৬০ বছরে বন্যার এই ভয়াবহ রূপ দেখেনি জম্মু কাশ্মীর। এদিন সকালে জম্মু পৌঁছবেন মোদী। সেখান থেকে যাবেন শ্রীনগর।

Updated By: Sep 7, 2014, 12:21 PM IST
 বন্যায় জম্মুতে মৃত ১৬০ ,  আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী

শ্রীনগর: রবিবার বন্যা প্রভাবিত জম্মু-কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে বন্যায়। গত ৬০ বছরে বন্যার এই ভয়াবহ রূপ দেখেনি জম্মু কাশ্মীর। এদিন সকালে জম্মু পৌঁছবেন মোদী। সেখান থেকে যাবেন শ্রীনগর।

এদিন টুইটারে বন্যায় আটকে পরা মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদ্দুলা। অজথা আতঙ্কিত হতে নিষেধ করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। ক্যাবিনেট সেক্রেটারিকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকার্যে গতি আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী

To all of you tweeting for help/rescue we are doing our best to reach all ASAP. Please stay in the upper floors & wait for help to come 1/n

— Omar Abdullah (@abdullah_omar) September 7, 2014

Also asked Cab Sec to direct Air Force to use helicopters to evacuate people most in danger, 'copters are on stand by & will be used 3/n

— Omar Abdullah (@abdullah_omar) September 7, 2014

শনিবার জম্মু কাশ্মীরে যান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। মুখ্যমন্ত্রীর সঙ্গে বর্তমান পরিস্থিতি  নিয়ে আলোচনা করেন তিনি। রাজনাথের কাছে কেন্দ্রের সাহায্যের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কাশ্মীর থেকে ফিরে প্রধানমন্ত্রীকে পাহাড়ের পরিস্থিতির কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রী। তারপরই প্রধানমন্ত্রী নিজে যাওয়ার সিদ্ধান্ত নেন, বলে জানিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে।

উপত্যকায় গত কয়েকদিনের বন্যায় মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়েছে। প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরের পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণার আর্জি জানিয়েছেন। ঝিলম  নদীর জলস্ফীতিতে এবার রাজধানী শ্রীনগর ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পুলওয়ামা জেলায় বাঁধ উপচে বইছে ঝিলমের জল। যার জেরে শ্রীনগরের দক্ষিণপ্রান্ত বানভাসি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

 

 

 

.