অর্নিয়া সেক্টরে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, মৃত ১

Updated By: Sep 17, 2017, 11:51 AM IST
অর্নিয়া সেক্টরে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, মৃত ১

ওয়েব ডেস্ক: ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের। জম্মু-কাশ্মীরের অর্নিয়া সেক্টরে পাক রেঞ্জার্সের ছোঁড়া গুলিতে মৃত্যু হয়েছে ১ জনের। জখম হয়েছেন আরও ৬ জন স্থানীয় বাসিন্দা। তাঁদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, শনিবার রাতেই ভারতীয় সেনা ছাওনি লক্ষ্য করে গুলি ছোঁড়ে পাক রেঞ্জার্সরা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় সেনা। রাতভর চলে দুপক্ষের গুলির লড়াই। 

এনিয়ে গত দুদিনে অর্নিয়া সেক্টরে তিনবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। তাতে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। পাক রেঞ্জার্সের ছোঁড়া গুলি পেটে এসে লাগে ক্যাপ্টেন বিজেন্দ্র বাহাদুর সিং-এর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ‌যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন- জন্মদিনে গুজরাটে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধের উদ্বোধন প্রধানমন্ত্রীর

.