Indian Army: তীর্থযাত্রায় অসুস্থ ২ বৃদ্ধা পুণ্যার্থী, কাঁধে চাপিয়ে রক্ষাকর্তা ভারতীয় সেনা জওয়ানরা
দুর্গম এলাকা থেকে কাঁধে করে দুই মহিলাকে নিরাপদ স্থানে নিয়ে এলেন তাঁরা। দুই বৃদ্ধার রক্তচাপ কমে গিয়েছিল এবং পায়ে চোট পেয়েছিলেন তাঁরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর। এই পরিস্থিতিতে চিত্ত মাতা যাত্রায় বেরিয়ে চরম বিপদের মুখে পড়েন দুই বৃদ্ধা পুণ্যার্থী। তাঁদের রক্ষার্থে এগিয়ে এল ভারতীয় সেনা। প্রায় জনমানস-শূন্য এলাকায় অসুস্থ হয়ে পড়া দুই বৃদ্ধাকে উদ্ধার করলেন ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা।
দুর্গম এলাকা থেকে কাঁধে করে দুই মহিলাকে নিরাপদ স্থানে নিয়ে এলেন তাঁরা। দুই বৃদ্ধার রক্তচাপ কমে গিয়েছিল এবং পায়ে চোট পেয়েছিলেন তাঁরা। সেনা জওয়ানরাই প্রাথমিক ভাবে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেন। এই ভিডিয়ো ভাইরাল হতেই ভারতীয় সেনা জওয়ানদের প্রশাংসা পঞ্চমুখ নেটিজেনরা।
#WATCH | Jammu and Kashmir: Indian Army evacuated two female yatris who developed medical complications during Chitto Mata Yatra in Paddar, Kishtwar
(Source: Indian Army) pic.twitter.com/DWNyEI1D9T
— ANI (@ANI) July 6, 2022
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)