খুব তাড়াতাড়ি কাশ্মীরে জইশ-এর চিহ্ন মুছে ফেলব, সাংবাদিক সম্মেলনে জানাল সেনা
সেনার তরফে জানানো হয়েছে, রবিবারের এনকাউন্টারে নিহত ৩টে জঙ্গির মধ্যে রয়েছে পুলওয়ামা হামলার মূলচক্রী মুদাস্সির খান। একথা ঘোষণা করে সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে তাদের অভিযান জারি থাকবে।
নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা হামলার পর জম্মু - কাশ্মীরে জঙ্গিদের চিহ্ন মুছে দিতে আরও তত্পর হয়েছে সেনা। রবিবার ত্রালে এক অভিযানে বড় সাফল্য পেয়েছে তারা। অভিযানে ৩ জঙ্গিকে খতম করেছেন জওয়ানরা। সোমবার সেনার তরফে এক সাংবাদিক বৈঠকে লেফটেনেন্ট জেনারেল কেজেএস ঢিল্লোঁ বলেন, জম্মু - কাশ্মীরে জইশের চিহ্ন মুছে তবে থামব আমরা। গত ২১ দিনে ১৮টা জঙ্গিকে খতম করা হয়েছে। এদের মধ্যে ৬টা ছিল জইশের কম্যান্ডার। ৮টা পাকিস্তানি জঙ্গিকে খতম করেছে সেনা।
সেনার তরফে জানানো হয়েছে, রবিবারের এনকাউন্টারে নিহত ৩টে জঙ্গির মধ্যে রয়েছে পুলওয়ামা হামলার মূলচক্রী মুদাস্সির খান। একথা ঘোষণা করে সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে তাদের অভিযান জারি থাকবে। কিছু দিনের মধ্যেই কাশ্মীর উপত্যকায় জইশের চিহ্ন মুছে ফেলবে তারা।
নিজেদের লাভের জন্য রমজানে নির্বাচনকে ইস্যু করছে কয়েকটি রাজনৈতিক দল : ওবেইসি
এলজে কেজেএল ঢিল্লোঁ বলেন, মুদাস্সির পুলওয়ামা হামলার মূল পরিকল্পনা করেছিল। ১৪ ফেব্রুয়ারি ওই হামলায় শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান।