সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই, নিহত লস্কর কম্যান্ডার
ওয়েব ডেস্ক : স্বাধীনতা দিবসের পরদিন সকাল থেকেই ভারতীয় সীমান্ত লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তান। ছোট অস্ত্র, মর্টার নিয়ে সীমান্তে হামলা চালানো হয় পাক সেনার তরফে। পাকিস্তানি রেঞ্জার্সদের গুলি চালানোর পর পরই পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। কিন্তু, সেই রেশ কাটতে না কাটতেই বুধবার বিকেলে কুপওয়ারায় হামলা চালায় জঙ্গিদের একটি দল।
#FLASH: Encounter between security forces and terrorists begins in Kakpora's Banderpora in Pulwama, Jammu and Kashmir. More details awaited
— ANI (@ANI) August 16, 2017
সেনা সূত্রে খবর, বুধবার বিকেল থেকে কুপওয়ারার বান্দিপোরা এবং পুলওয়ামায় হামলা চালায় পাকিস্তানি জঙ্গিদের একটি দল। পর পর দু’ জায়গায় পাকিস্তানি জঙ্গিদের হামলার আঁচ পেতেই সেনা বাহিনীর তরফেও দেওয়া হয় পাল্টা জবাব। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে লস্কর-ই-তইবা কম্যান্ডার আয়ুব লেলহারি নিহত হয়েছে।
#UPDATE: LeT commander Ayub Lelhari killed in encounter between security forces&terrorists in Kakpora's Banderpora in Pulwama, Jammu&Kashmir
— ANI (@ANI) August 16, 2017