সাধারণ মানুষ লাভবান হবে এই বাজেটে: অর্থ প্রতিমন্ত্রী
এদিন শুক্লা জানিয়েছেন, সাধারণ মানুষ লাভবান হবে এই বাজেটে।
নিজস্ব প্রতিবেদন: এবারের বাজেট ভাল হবে, জানালেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী শিব প্রতাপ শুক্লা। এদিন শুক্লা জানিয়েছেন, সাধারণ মানুষ লাভবান হবে এই বাজেটে।
It will be a good budget. It will be for the benefit of the common people: Shiv Pratap Shukla, MoS, Finance #UnionBudget2018 #Delhi pic.twitter.com/HAjqTT2PxR
— ANI (@ANI) February 1, 2018
আরও পড়ুন- সকাল ১১ টায় বাজেট, চ্যালেঞ্জের মুখে জেটলি
২০১৮-১৯ সালের বাজেট নিয়ে ইতিমধ্যেই প্রবল উত্সাহ বিভিন্ন মহলে। আগামী লোকসভা ভোটের আগে এটিই মোদী সরকারের শেষ বাজেট। ফলে, রাজনৈতিক বাধ্যবাধকতার প্রতিফলন পড়তে পারে বাজেটে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সমাজের প্রতিটি ক্ষেত্রের মানুষের একাধিক চাহিদা। ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন জানিয়েছেন, এই বাজাটে সমাজের সব স্তরকেই ছুঁয়ে যাওয়া হবে।