সিসিডি-তে আয়কর হানা, বেআব্রু ৬৫০ কোটি টাকার লুকানো আয়
ওয়েব ডেস্ক: জনপ্রিয় কফি চেন 'ক্যাফে কফি ডে (সিসিডি)'-র অফিসে হানা দিয়ে ৬৫০ কোটি টাকার লুকানো আয়ের হদিস পেল আয়কর দফতর। সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, কর্ণাটক, মুম্বই ও চেন্নাই মিলিয়ে ক্যাফে কফি ডে গ্রুপের মোট ২৫টি ঘাঁটিতে হানা দিয়ে যে নথি উদ্ধার হয়েছে তার ফলে মোট ৬৫০ কোটি টাকার লুকানো আয় সামনে চলে এসেছে। উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর থেকে এই অপারেশনে নামেন আয়কর আধিকারিকরা এবং গতকাল অর্থাত্ ২৪ সেপ্টেম্বর তা শেষ হয়। আইএনএস-এর আরও দাবি, একজন শীর্ষস্থানীয় আয়কর আধিকারিক তাদের কাছে ই-মেল করে জানিয়েছেন যে, সংস্থার কর্তৃপক্ষ তাঁদের কাছে এই লুকানো আয়ের বিষয়টি স্বীকার করে নিয়েছেন।
প্রসঙ্গত, ভারতে সিসিডির ব্যবসা পরিচালনা করে 'অ্যামালগ্যামেটেড বিন কফি (এবিসি) ট্রেডিং কোম্পানি'। আর এই সংস্থার প্রধান মালিক হলেন জি.ভি. সিদ্ধার্থ, যিনি আবার প্রাক্তন কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণার বড় জামাই। সিসিডির বিরুদ্ধে গত চারদিন ধরে চলা এই হানাদারির সময় জিভি সিদ্ধার্থর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।