এটিএম থেকে ২০০ টাকার নোট পেতে অপেক্ষা করতে হবে ৩ মাস

Updated By: Sep 3, 2017, 02:50 PM IST
এটিএম থেকে ২০০ টাকার নোট পেতে অপেক্ষা করতে হবে ৩ মাস

ওয়েব ডেস্ক: হপ্তাখানেক হল বাজারে এসেছে ২০০ টাকার নোট। কিন্তু নবাগতর সোনালি নোটের দর্শন পাননি প্রায় কেউই। ব্যাঙ্ক থেকে নোট মিলবে বলে রিজার্ভ ব্যাঙ্ক জানালেও শুধুমাত্র সোশ্যাল সাইটেই দেখা মিলছে নতুন নোটের। এই পরিস্থিতিতে যাঁরা নতুন নোটের দর্শন পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন তাঁদের জন্য খারাপ খবর। এটিএম থেকে অপেক্ষা করতে গেলে অপেক্ষা করতে হবে অন্তত ৩ মাস। রবিবার রিজার্ভ ব্যাঙ্ক তেমনটাই জানিয়েছে।

আরও পড়ুন - BRICS বৈঠকে যোগ দিতে চিন রওনা হলেন নরেন্দ্র মোদী

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, নতুন নোটের জন্য এটিএমগুলির হার্ডওয়ার ও সফটওয়ারে রদবদল করতে হবে। গোটা দেশে ২.২৫ লক্ষ এটিএমে রদবদল করতে প্রায় মাস তিনেক লাগবে। ইতিমধ্যে বেশ কয়েকটি এটিএমে পরীক্ষামূলকভাবে ভরা হয়েছে ২০০ টাকার নোট।

গত ৮ নভেম্বর নোট বাতিলের পর থেকে নতুন ৫০০ ও ২,০০০ টাকার নোটের জন্য এটিএমগুলিতে রদবদল করতে কালঘাম ছুটেছে ব্যাঙ্কগুলির। ফলে এবার আর সেই চাপ নিতে চাইছে না তারা। ধীরে সুস্থে নতুন নোটের জন্য এটিএমগুলিকে উপযুক্ত করতে চাইছে তারা। 

.