কর্নাটকে আস্থাভোটে জয় বিজেপির! 'গণতন্ত্রের জয়' বললেন ইয়েদুরাপ্পা
মঙ্গলবার আস্থা ভোটে হেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যগ করেন এইচডি কুমারস্বামী।
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটক নাটকের শেষে বিপুল উল্লাস গেরুয়া শিবিরে। বিধানসভায় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ কুমারস্বামী সরকার। ৯৯-১০৫ এ জয় বিজেপির। মঙ্গলবার আস্থা ভোটে হেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যগ করেন এইচডি কুমারস্বামী। কর্নাটকের রাজ্যপাল বাজুভাই বালা, কুমারস্বামীর পদত্যাগপত্র গ্রহণ করেন।
Karnataka Governor, Vajubhai Vala accepts HD Kumaraswamy's resignation. pic.twitter.com/AVuD082In4
— ANI (@ANI) July 23, 2019
এদিকে, ভোটে জিতে বিজেপি-র বিএস ইয়েদুরাপ্পা জানান, "এটা গণতন্ত্রের জয়। কুমারস্বামী সরকারকে নিয়ে মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল। আমি কর্নাটকের মানুষকে এই আশ্বাস দিতে পারি যে উন্ননয়ের নতুন যুগ এবার শুরু হবে।" সেই সঙ্গে তিনি কৃষকদের বিষয়টিও জোর দিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন।
BS Yeddyurappa, BJP: We assure the farmers that we will give more importance to them in the coming days. We will take an appropriate decision at the soonest. https://t.co/3rZlnIP33J
— ANI (@ANI) July 23, 2019
Karnataka: BJP supporters celebrate at party's state office in Bengaluru after HD Kumaraswamy led Congress-JD(S) coalition government lost trust vote in the assembly. pic.twitter.com/JS2dtRFYpr
— ANI (@ANI) July 23, 2019
কর্ণাটকে বিজেপির হেডকোয়ার্টারে খুশির রেশ। সরকার গঠনের ব্যাপারে আশাবাদী পদ্মশিবির। ইয়েদুরাপ্পা আরও জানান, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট অমিত শাহর সঙ্গে আলোচনা করব তারপর রাজ্যপালের কাছে যাব।
BJP Karnataka President, BS Yeddyurappa: I will discuss with Prime Minister & our President Amit Shah ji, afterwards I will go & meet Governor. We are going to have a legislature party meet now. pic.twitter.com/3MgoyD3Bjf
— ANI (@ANI) July 23, 2019
এবার সরকার গড়ার দাবি জানাবে বিজেপি। তাহলে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইয়েদুরাপ্পা।
আরও পড়ুন - আস্থাভোটে হার কুমারস্বামীর, কর্নাটকে জোট সরকারের পতন