বেঙ্গালুরুতে আয়কর দফতরের হানায় উদ্ধার ২ কোটি ২৫ লক্ষ টাকা

বেআইনি ভাবে জমিয়ে রাখা নতুন নোট উদ্ধারে তত্‍পর পুলিস এবং আয়কর দফতর। বেঙ্গালুরুতে আয়কর দফতরের হানায় উদ্ধার ২ কোটি ২৫ লক্ষ টাকা। অধিকাংশই ৫০০ এবং ২০০০ হাজার টাকার নতুন নোট। গোয়ার পানাজিতেও গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় আয়কর দফতর। উদ্ধার ৬৮ লক্ষ টাকার নতুন নোট।

Updated By: Dec 14, 2016, 03:02 PM IST

ওয়েব ডেস্ক : বেআইনি ভাবে জমিয়ে রাখা নতুন নোট উদ্ধারে তত্‍পর পুলিস এবং আয়কর দফতর। বেঙ্গালুরুতে আয়কর দফতরের হানায় উদ্ধার ২ কোটি ২৫ লক্ষ টাকা। অধিকাংশই ৫০০ এবং ২০০০ হাজার টাকার নতুন নোট। গোয়ার পানাজিতেও গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় আয়কর দফতর। উদ্ধার ৬৮ লক্ষ টাকার নতুন নোট।

মহারাষ্ট্রের থানেতেও একই ভাবে ১ কোটি ৪০ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার করল ক্রাইম ব্রাঞ্চ। ঘটনায় ৩ জন গ্রেফতার। তাদের জেরা করেছে পুলিস। এছাড়া চণ্ডীগড়েও ED হানায় উদ্ধার ২ কোটি ১৮ লক্ষ টাকা। এর মধ্যে নতুন নোট ১৭ কোটি ৭৪ লক্ষ টাকার। তার মধ্যে ৫২ লক্ষ টাকাই ১০০ টাকার নোটে উদ্ধার।

আরও পড়ুন, কালো টাকা সাদা করার কারবারে এবার ধৃত উচ্চপদস্থ RBI আধিকারিক!

.