দাবি গোর্খাল্যান্ড, রাজনাথের সঙ্গে দেখা করলেন বিমল গুরুং
নতুন করে আরও একবার কি রাজ্য-রাজনীতিতে মাথা চাড়া দিতে যাচ্ছে গোর্খাল্যান্ড ইস্যু? আলাদা রাজ্যের দাবি নিয়ে মোর্চা নেতৃত্ব আজ দিল্লিতে দেখা করেন রাজনাথ সিং এর সঙ্গে।
Updated By: Nov 24, 2014, 11:05 PM IST
নয়া দিল্লি: নতুন করে আরও একবার কি রাজ্য-রাজনীতিতে মাথা চাড়া দিতে যাচ্ছে গোর্খাল্যান্ড ইস্যু? আলাদা রাজ্যের দাবি নিয়ে মোর্চা নেতৃত্ব আজ দিল্লিতে দেখা করেন রাজনাথ সিং এর সঙ্গে।
বিমল গুরুং জানিয়েছেন, তাঁদের দাবির বৈধতা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করতে রাজি হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আপাতত তাঁদের ধর্ণা কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে বলেও জানান বিমল গুরুং। বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারে গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করেছিল। এদিনের বৈঠকে সেই প্রতিশ্রুতির কথাই তুলে ধরেন মোর্চা নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ আলুওলিয়াও।