জিস্যাট ৬এ উপগ্রহের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ইসরোর

ইসরোর এই উপগ্রহটি তৈরি করতে খরচ হয়েছিল ২৭০ কোটি টাকা। দেশের দুর্গম এলাকায় ‌যোগা‌যোগ স্থাপন করতে এটিকে ব্যবহার করার কথা ছিল

Updated By: Apr 1, 2018, 12:51 PM IST
জিস্যাট ৬এ উপগ্রহের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ইসরোর

নিজস্ব প্রতিবেদন: ইসরোর ইতিহাসে খারাপ দিন। বৃহস্পতিবার উৎক্ষেপণের পর ইসরোর সঙ্গে ‌যোগা‌যোগ বিচ্ছিন্ন হয়ে গেল জিস্যাট ৬এ উপগ্রহের।

বৃহস্পতিবার শ্রীহরিকোটা থেকে সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করা হয় ‌যোগা‌যোগ উপগ্রহ জিস্যাট ৬এ। উপগ্রহটি ৩৫,৯০০ কিলোমিটার ওঠার পর সেটির ল্যাম ইঞ্জিন চালু করার কথা ছিল। তা করার আগেই সেটির সঙ্গে ‌যোগা‌যোগ বিচ্ছিন্ন হয়ে ‌যায়। ৪৮ ঘণ্টা ধরে ওই উপগ্রহের সঙ্গে আর কোনও ‌যোগা‌যোগ করতে পারেনি ইসরো। রবিবার একথা জানিয়েছে ইসরো।

আরও পড়ুন-নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে কাশ্মীরে খতম ৮ জঙ্গি

ইসরোর এই উপগ্রহটি তৈরি করতে খরচ হয়েছিল ২৭০ কোটি টাকা। দেশের দুর্গম এলাকায় ‌যোগা‌যোগ স্থাপন করতে এটিকে ব্যবহার করার কথা ছিল। উপগ্রহটি উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছিল একটি নতুন ইঞ্জিন। এই ধরনের ইঞ্জিন চন্দ্রাভি‌যানে ব্যবহার করার কথা ভাবছিল ইসরোর।

ছবি প্রতিকী

.