লাগাতার বিমান হানার জেরে এখন আইসিস টার্গেটে ফ্রাসোয়া ওলাঁদ
Updated By: Jan 22, 2016, 05:01 PM IST
ওয়েব ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে হামলা চালাতে পারে আইসিস। আগেই সতর্ক করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার ফরাসী প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে এল হুমকি চিঠি। বেঙ্গালুরুর ফরাসি কনসুলেটে হুমকি চিঠি ঘিরে চাঞ্চল্য। বলে খবর ANI সূত্রে। চেন্নাই থেকে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। সাতষট্টিতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে। দুমাস আগে প্যারিসহানার পরেই আইসিস মোকাবিলায় জোর দেয় ফ্রান্স। লাগাতার বিমান হানার জেরে এখন আইসিস টার্গেটে ফ্রাসোয়া ওলাঁদ। তাই তাঁর জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা রাখতে তৈরি ভারতীয় গোয়েন্দারাও।