`মোদীকে খুন করতে দাউদের সঙ্গে চুক্তি আইএসআইয়ের`, মোদীর সভায় জঙ্গি হামলার সতর্কতা

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে খুন করতে ছক কষছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)। মোদীকে খুন করতে আইএসআই ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে চুক্তি করেছে বলেও এক ইংরেজি দৈনিকের রিপোর্টে বলা হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ মোদীর জনসভায় হামলা চালাতে পারে জঙ্গিরা৷ আইবি আরও জানিয়েছে, গোপন সূত্রে খবর মিলেছে, সভায় গাড়িবোমা বিস্ফোরণ ঘটাতে পারে ইন্ডিয়ান মুজাহিদিন৷

Updated By: Nov 20, 2013, 02:36 PM IST

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে খুন করতে ছক কষছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)। মোদীকে খুন করতে আইএসআই ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে চুক্তি করেছে বলেও এক ইংরেজি দৈনিকের রিপোর্টে বলা হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ মোদীর জনসভায় হামলা চালাতে পারে জঙ্গিরা৷ আইবি আরও জানিয়েছে, গোপন সূত্রে খবর মিলেছে, সভায় গাড়িবোমা বিস্ফোরণ ঘটাতে পারে ইন্ডিয়ান মুজাহিদিন৷
বিহারের পাটনায় মোদীর সভার ঠিক আগে মাত্র ২০০ মিটার দূরে বিস্ফোরণ হয়। এরপর গুজরাটের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা জোরদার করা হয়। তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী, একটি বিশেষ নিরাপত্তা কৌশল এবং আগাম নিরাপত্তা সমন্বয় (এএসএল) ব্যবস্থা গ্রহণ করা হয় মোদীর নিরাপত্তায়। কেন্দ্রীয় ও প্রাদেশিক বাহিনীর মাধ্যমে এ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে নেওয়া তিন স্তরের প্রথম দলটি মোদির ওপর আক্রমণকারীকে প্রতিহত করার জন্য। দ্বিতীয় দলটি নিরাপত্তা আবরণ তৈরি করতে আর তৃতীয়টি তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য।

.