মাসে অনলাইনে বুক করা যাবে মাত্র ৬টি রেল টিকিট
মনের মত টিকিট বুক করবেন আর বাতিল করবেন, না তেমনটা আর হচ্ছে না। জানুয়ারিতেই রেল মন্ত্রক থেকে জারি হয়েছিল নির্দেশিকা। এবার ফেব্রুয়ারি থেকেই কার্যকর করা হবে এই বিধি নিষেধ। একজন ব্যক্তি তাঁর পরিচয় পত্র দিয়ে এক মাসের মধ্যে ৬টি টিকিট বুক করতে পারবেন, এর বেশি নয়।
Updated By: Feb 17, 2016, 03:20 PM IST
ওয়েব ডেস্ক: মনের মত টিকিট বুক করবেন আর বাতিল করবেন, না তেমনটা আর হচ্ছে না। জানুয়ারিতেই রেল মন্ত্রক থেকে জারি হয়েছিল নির্দেশিকা। এবার ফেব্রুয়ারি থেকেই কার্যকর করা হবে এই বিধি নিষেধ। একজন ব্যক্তি তাঁর পরিচয় পত্র দিয়ে এক মাসের মধ্যে ৬টি টিকিট বুক করতে পারবেন, এর বেশি নয়।
জেনে নিন IRCTC-এর নিয়মাবলী-
* একজন ব্যক্তি দিনে সর্বাধিক ২ বার টিকিট বুক করতে পারবেন।
* টিকিট বুক করার সময় মাত্র ২ ঘণ্টা। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত।
*তৎকালে টিকিট বুক করার সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।