৯০০০ কোটির ঋণ কেলেঙ্কারি, মালিয়াকে ধরতে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়না, বাতিল পাসপোর্ট

বিজয় মালিয়ার নাগাল পেতে এবার আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়নার দিকে ঝুঁকল ভারত। লিকার ব্যারনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড কর্নার নোটিস জারির আর্জি জানাল ইডি।  আইনি জটিলতার কারণে মালিয়াকে ভারতে ফেরানোর প্রক্রিয়া ধাক্কা  খাওয়ায় ইতিমধ্যেই প্রত্যর্পণ নিয়ে তত্‍পর হয়েছে দিল্লি।

Updated By: May 12, 2016, 10:23 PM IST
 ৯০০০ কোটির ঋণ কেলেঙ্কারি, মালিয়াকে ধরতে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়না, বাতিল পাসপোর্ট

ওয়েব ডেস্ক: বিজয় মালিয়ার নাগাল পেতে এবার আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়নার দিকে ঝুঁকল ভারত। লিকার ব্যারনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড কর্নার নোটিস জারির আর্জি জানাল ইডি।  আইনি জটিলতার কারণে মালিয়াকে ভারতে ফেরানোর প্রক্রিয়া ধাক্কা  খাওয়ায় ইতিমধ্যেই প্রত্যর্পণ নিয়ে তত্‍পর হয়েছে দিল্লি।

কয়েক হাজার কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ। ছিল সিবিআইয়ের লুক আউট নোটিস। তা সত্ত্বেও গত দোসরা মার্চ দেশ ছেড়ে ব্রিটেন পাড়ি দেন বিজয় মালিয়া।  লিকার ব্যারনের দেশত্যাগ নিয়ে তুমুল শোরগোল শুরু হয় রাজনৈতিক মহলে।  সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন বিরোধীরা। তত্‍পর হয় কেন্দ্র। একদিকে CBI, ED-র তদন্ত। অন্যদিকে কূটনৈতিক পর্যায়ে মালিয়াকে ব্রিটেন থেকে ভারতে ফেরাতে তত্‍পর হয় কেন্দ্র।

মালিয়ার পাসপোর্ট বাতিল, দেশে ফেরাতে আর্জি দিল্লির

প্রত্যর্পণের আইনি জটিলতা এড়াতে ব্রিটেনের কাছে বিজয় মালিয়াকে ফেরত পাঠানোর আর্জি জানায় ভারত। কিন্তু ডিপোর্টেশনের আর্জিও আটকে যায় আইনি জটিলতা। পরবর্তী ধাপ প্রত্যর্পণের জটিল প্রক্রিয়া। কূটনৈতিক তত্‍পরতার মাঝেই লিকার ব্যারনের লাগার পেতে ইন্টারপোলের দ্বারস্থ ইনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। বিজয় মালিয়ার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আর্জি জানিয়েছে ইডি। রেড কর্ণার নোটিস আন্তর্জাতিক পরোয়ানার সমান। ঋণ খেলাপির পাশাপাশি, ওই টাকা বিজয় মালিয়া বিদেশে পাচার করেছেন কিনা, তারও তদন্ত করছে ইডি।

 

.