অশোক গাঙ্গুলির পর স্বতন্ত্র কুমার, ইন্টার্ন যৌন হেনস্থার অভিযোগে ফের অভিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি, তোলপাড় দেশ
অশোককুমার গাঙ্গুলির পর এবার স্বতন্ত্র কুমার। সুপ্রিম কোর্টের এই অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে ইন্টার্ন হিসাবে কাজ করার সময় যৌন হেনস্থার অভিযোগ আনলেন কলকাতা আইন বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রী। এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবমের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি।
অশোককুমার গাঙ্গুলির পর এবার স্বতন্ত্র কুমার। সুপ্রিম কোর্টের এই অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে ইন্টার্ন হিসাবে কাজ করার সময় যৌন হেনস্থার অভিযোগ আনলেন কলকাতা আইন বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রী। এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবমের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি।
ইন্টার্নকে যৌন হেনস্থার অভিযোগের জেরে গত সোমবারই রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন অশোককুমার গাঙ্গুলি। দেশজোড়া এই বিতর্কের অবসান হতে না হতেই সামনে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। এবার সুপ্রিম কোর্টের আরেক অবসরপ্রাপ্ত বিচারপতি স্বতন্ত্র কুমারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন এক ইন্টার্ন। এবিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবমের কাছে গতমাসে লিখিত অভিযোগও জানিয়েছেন কলকাতা আইন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ওই ইন্টার্ন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাঁর অভিযোগে ওই ইন্টার্ন জানিয়েছেন, ২০১১ সালের মে মাসে ইন্টার্ন হিসাবে কাজ করার সময় তাঁকে যৌন হেনস্থা করেন স্বতন্ত্র কুমার। সেসময় স্বতন্ত্র কুমার সুপ্রিমকোর্টের বিচারপতি ছিলেন। ঘটনার জেরে তিনি এতটাই বিধ্বস্ত হয়ে পড়েন যে মাঝপথেই ইন্টার্নশিপ ছেড়ে দিতে বাধ্য হন। অশোককুমার গাঙ্গুলির ঘটনা প্রকাশ্যে আসার পরেই তিনি এ বিষয়ে শীর্ষ আদালতে অভিযোগ জানাবার সাহস পান।
ইন্টার্ন আনা এই অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ইন্দিরা জয়সিং। আদালত সূত্রের খবর অনুযায়ী, এ বিষয়ে ওই তরুণীকে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সুপ্রিমকোর্ট। তবে শীর্ষ আদালত বিষয়টির তদন্ত করলে তা সামাজিকভাবে ইতিবাচক হবে বলেই মনে করেন ইন্দিরা জয়সিং। অশোককুমার গাঙ্গুলির ঘটনায় সদ্যই তোলপাড় হয়েছে দেশ। তার রেশ মিটতে না মিটতেই, সুপ্রিম কোর্টের আরেক অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধেও উঠল একইরকমের যৌন হেনস্থার অভিযোগ। পরপর এই দুটি ঘটনা কাজের জায়গায় মহিলাদের নিরাপত্তা নিয়ে যে নতুন করে প্রশ্ন তুলে দিল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।